ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

“পাঁচবিবি ব্লাড ডোনেশন” টিম নিখোঁজ হাফিজুরকে পরিবারে ফিরিয়ে দিলেন

প্রতিবেদক
নিউজ এডিটর
২১ অক্টোবর ২০১৯, ২:০৬ পূর্বাহ্ণ

Link Copied!

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা:

গত ১৫/১০/২০১৯ইং তারিখে “পাঁচবিবি পৌর প্রেসক্লাব” আইডি থেকে জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকা গোপালপুরের হাফিজুর নিখোঁজ এর একটি সংবাদ প্রচার করা হয়।

সেই সংবাদটি “পাঁচবিবি ব্লাড ডোনেশন” টিম এর প্রতিষ্ঠাতা পরিচালক সাগর ফকির রকি ও উক্ত গ্রুপের সিনিয়র এডমিন আব্দুস সালাম এর দৃষ্টিগোচর হয়।

পৌর প্রেসক্লাবের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিখোঁজ হাফিজুরের অবস্থান নিশ্চিত করেন “পাঁচবিবি ব্লাড ডোনেশন” টিম এর সক্রিয় সদস্যরা।

জানা যায়,পঞ্চগড়ের তেঁতুলিয়া থানা এলাকায় হাফিজুর অবস্থান করছে। সেখানকার স্থানীয় “মহানন্দা ব্লাড সোসাইটি” সংগঠনের সহযোগীতায় হাফিজুরের একটি ছবি তুলে পাঠিয়ে তার গার্জিয়ানদের দেখানো হয়।

তারা নিশ্চিত করার পর পাঁচবিবি থানায় জিডি করা হয়। এরপর রাতেই ট্রেন যোগে নিখোঁজ হাফিজুরের মামাকে সঙ্গে নিয়ে “পাঁচবিবি ব্লাড ডোনেশন” টিম এর সিনিয়র এডমিন আব্দুস সালাম জয়পুরহাটের পাঁচবিবি থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদ্দেশ্য রওনা হয়।

সেখান থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন হাফিজুরকে ফেরত আনতে সমস্যা দেখা দেয়। সে অসামঞ্জস্য আচরণ করতে শুরু করে।

এক পর্যায়ে কোন উপায় না পেয়ে “পাঁচবিবি ব্লাড ডোনেশন” টিম সিদ্ধান্ত নেয় পাঁচবিবি থেকে এ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তাকে নিয়ে আসার।

সেই মতে আজ ২০/১০/২০১৯ ইং রবিবার ভোরে পাঁচবিবি থেকে হাফিজুরের মামা,নানি সহ উক্ত টিমের সদস্য মোঃ সবুজ মন্ডল এ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তাকে অনেক চড়াই উৎরাই পেড়িয়ে আনার ব্যবস্থা করে।

যেহেতু পাঁচবিবি থানায় জিডি করা হয়েছে সেহেতু নিদ্দিষ্ট গন্তব্য থেকে হাফিজুরকে এনে পাঁচবিবি থানার মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষ করে পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সিনিয় সহ-সভাপতির উপস্থিতিতে গার্জিয়ানদের নিকট পৌঁছে দেয় “পাঁচবিবি ব্লাড ডোনেশন” টিম।

পিতামাতা হারা হাফিজুরকে নয় মাস পর ফিরে পেয়ে তার আত্মীয় স্বজনদের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠে।

পাঁচবিবি পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে “পাঁচবিবি ব্লাড ডোনেশন” টিমকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাগর ফকির রকি, সিনিয়র এডমিন আব্দুস সালাম ও মোঃ সবুজ মন্ডলের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

216 Views

আরও পড়ুন

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা

দোয়ারাবাজারে আ:লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ

শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা: সময় এসেছে কর্মীদেরকে মূল্যায়ন করার