ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

খাগড়াছড়ি ও জাতীয় নির্বাচন: চ্যালেঞ্জ, প্রত্যাশা ও অংশগ্রহণ

প্রতিবেদক
নিউজ ভিশন
২৬ ডিসেম্বর ২০২৫, ১:০২ পূর্বাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্কঃ  নির্বাচনী তফসিল ঘোষনার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি ২৯৮ নং আসনে। এরই মধ্যে সবুজ পাহাড়ে রাজনৈতিক দল গুলোর মধ্যে ভোটে জয়ের প্রতিযোগিতা চলছে প্রতিনিয়তই। সমতলের চাইতে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ ও বিভিন্ন ভাষাভাষির মানুষের বসবাস হওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্নতার কারনে জয়ের লক্ষে সব দলগুলো হাটছে নিজেদের কৌশলী পথ ধরে। যার ফলে জয়-পরাজয়ের গোলক ধাধায় এমপি প্রার্থীরা।

অপরূপ সুন্দর্য্যে ঘেরা খাগড়াছড়িতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, গণঅধিবার পরিষদ, এনসিপিসহ রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের কার্যক্রম। নির্বাচন মুখী এসব দলগুলো নিজেদের সক্ষমতা ও দলের সাংগঠনিক অবস্থার জানান দিতে কারো চেয়ে কেউ পিঁছিয়ে নেই। যদিও বা ভোটের মাঠে জয়-পরাজয় নিশ্চিত করবেন স্থানীয় ভোটাররা।

 

এই রিপোর্ট লেখা পর্যন্ত খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, স্বতন্ত্র প্রার্থীসহ মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১০ জন। তারা হচ্ছে-বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জাতায়াতে ইসলামী’র প্রার্থী মো: এয়াকুব আলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনজিলা সুলতানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: কাউসার, ইনসানিয়াত  বিপ্লব বাংলাদেশ মো: নুর ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী- সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা, লাব্রিচাই মারমা, ধর্ম জ্যোতি চাকমা, সোনা রতন চাকমা।

 

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষপট ফলে পাহাড়েও বদলে গেছে নানা হিসাব-নিকাশ। শান্তি আর স্বস্থির লক্ষে নিজের পছন্দের গুরুত্বপূর্ণ ভোট দিতে হিসেব কসছে ভোটাররা। পাহাড়ের ভোটাররা বলছে কোন প্রতিহিংসা বা উত্তপ্ত পরিস্থিতি নয়, পরিবার-পরিজয় নিয়ে শান্তিতে বসবাস করার মত নিরাপদ দেশের নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল চায় পাহাড়ের শান্তি প্রিয় মানুষ।

পার্বত্য চট্টগ্রামের বিশাল পাহাড়ি এলাকার তিনটি সংসদীয় আসনের মধ্যে একটি খাগড়াছড়ি। এরই মধ্যে এখানে দেশের বৃহত্ত জাতীয় রাজনৈতিক দল বিএনপি এই ২৯৮ নং আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।

এখানে জামায়াতে ইসলামী,  এনসিপি ছাড়াও কয়েকটি দল নির্বাচনের ব্যাপারে সরব, তারা প্রচার চালিয়ে যাচ্ছে নীরবে। এখানে স্বতন্ত্র প্রার্থীও বেশ কৌশলী এবং শক্তিশালী। কারন পাহাড়ি ভোটার। স্থানীয় আঞ্চলিক দল ও আঞ্চলিকতার প্রশ্নে স্বতন্ত্র প্রার্থীদের ভোটের বাক্সে বেশ একাট্টা স্থানীয় ভোটাররা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (এমএন লারমা), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ নির্বাচনের ব্যাপারে আগে নীরব থাকলেও গত সপ্তাহে তারা ভোটে অংশগ্রহণের বিষয়টি অনেকটা সরব হয়ে উঠছে।

 

পাহাড়ের আরেক শক্তিশালী রাজনৈতিক সংগঠন জেএসএস-এমএন লারমা সরাসরি ভোটে না এলেও পছন্দের প্রার্থীদের সমর্থন দেওয়ার কথা বলছে। ফলে জাতীয় রাজনৈতিক দলগুলোর জন্য খাগড়াছড়িতে জয়ে আশার বাতিঘরে কিছুটা হতাশাও বেশ প্রকাশ্যে এখন। এছাড়াও প্রার্থীর যোগ্যতা, ভোটারদের বিগত দিনের বিশ্লেষন এবং হিসেব-নিকেশে জয়ে পদে পদে বাঁধার সম্মুখীন হতে পারে জয়ের আশাবাদী দলগুলোর জন্য।

আঞ্চলিক দলগুলো নির্বাচনের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত পাহাড়ের ভোটের যে সমীকরণ ছিল; এখন সেটা পাল্টে গেছে। কারণ আঞ্চলিক দলগুলো নির্বাচনে না এলে ভোটের মাঠ অনেকটা বিএনপি ও জামায়াতে ইসলামীর দখলেই থাকত। কিন্তু জেএসএস ও ইউপিডিএফের নির্বাচনে থাকার ঘোষণা প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা দিয়েছে। পাহাড়ের বিগত দিনে আওয়ামী লীগ, বিএনপির বাইরে জেএসএসের জয়ের ইতিহাস আছে। আর ইউপিডিএফ অতীতের মত এখনো ভোটের মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়তে সক্ষম শক্ত অবস্থান থেকে। যদিও নীরব তারা।

তিন পার্বত্য আসনে আগামী নির্বাচন সরল-দ্বিমুখী লড়াইয়ের বদলে কোথাও কোথাও কঠিন-ত্রিমুখী লড়াইয়ে পরিণত হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি। যদিও আওয়ামী লীগহীন এই নির্বাচনে বিএনপি সারাদেশেই বড় জয়ের আশা করছে। কিন্তু আওয়ামীলীগ সমর্থিত ভোটারদের ভোট কোন বাক্সে যাচ্ছে তাও দেখার পালা এবার।

চলতি বছরের ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর, বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। তার তিন সপ্তাহ পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভোটগ্রহণ।

তফসিল ঘোষণার ঠিক পরদিন ১২ ডিসেম্বর ভোটে অংশগ্রহণের ঘোষণা দেয় ইউইপডিএফ। সংগঠনের সভাপতি প্রসিত বিকাশ খীসা এক বিবৃতিতে বলেন, “একটি গণতান্ত্রিক দল হিসেবে ইউপিডিএফ ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একইভাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে।”
দিন ঘনিয়ে আসার সাথে সাথে খাগড়াছড়িতে সক্রিয়তা বেঁড়েছে বিএনপি, জামায়াতের। তবে বসে নেই স্বতন্ত্র ও পাহাড়ের আঞ্চলিক দলগুলোও। কোন কোন দল আবার নীরবে নির্বাচনী জয়ের কৌশলে সরব থাকলেও নীরবে কাজ চালিয়ে যাচ্ছে তারা।
বিএনপির সাথে স্বতন্ত্র এবং জামায়াত প্রার্থী এবং পাহাড়ের আঞ্চলিক সংগঠন নির্বাচনে কৌশলী প্রার্থী দেয়ার ব্যাপারেও। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কায় ভোটারদের। সম্প্রতি পাহাড়ি-বাঙ্গালী এবারের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করে স্থানীয়রা বলছেন পাহাড়ের রাজনীতি সমতলের তুলনায় আলাদা। এখানে পাহাড়ি ভোটাররা সব সময় একাট্টা ভোটের বিষয়ে। তাই বাঙ্গালী একাধিক প্রার্থী হওয়ায় ভোটের ফলাফল কোন দিকে যাচ্ছে তা অনুমান করা অনেকটা মেঘলা আকাশে চাঁদ দেখার মত বলে মন্তব্য করেন ভোটার শান্তা।
২০২৫ সালের ৭ ফেব্রুয়ারী খাগড়াছড়ি আসনে জামায়াত এর পক্ষ থেকে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নাম ঘোষণা করেন। অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাসক নয়, সেবক হতে চায়। জনগণ জামায়াতকে জয় যুক্ত করলে রাষ্ট্রের মানুষের অধিকার, ন্যায় বিচার এবং ইনসাফের রাষ্ট্র গঠনে সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করবেন।
একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার, মেডিকেল কলেজ স্থাপনসহ ভিন্ন ধর্মের মানুষের কৃষ্টি কালচার সংরক্ষণে কাজ করাসহ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে পাহাড়ের মানুষকে আত্ম নির্ভরশীল করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

কক্সবাজার-১ আসনে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের মনোনয়নপত্র সংগ্রহ

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ভোট কেন্দ্র পরিদর্শনে সহকারী রিটার্নিং অফিসার

কক্সবাজার–২ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ওনি

সংসদে যাচ্ছি বেওয়ারিশ মানুষের স্বার্থে—শওকত হোসেন পিপিএমের প্রতিশ্রুতি

গাইবান্ধায় এক নারী মোটারসাইকেল আরোহী নিহত

শর্ত দিয়ে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত

জকসু নির্বাচন: ছাত্রদল–ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

কাল বিয়ে করতে যাচ্ছেন ডাকসু জিএস এস.এম ফরহাদ

চকরিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা, দুই প্রতিষ্ঠানে জরিমানা

চকরিয়ায় গণহারে কুকুরের টিকাদান কর্মসূচি শুরু আগামীকাল

চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে সেকশন বৃদ্ধির দাবি

চকরিয়া উপজেলা ডাকঘর পরিদর্শনে কক্সবাজার উপ-বিভাগের ডাকঘর পরিদর্শক রহিম উল্লাহ