ঢাকাসোমবার , ৫ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

আবরার হত্যা মামলা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনের আদেশ বহাল রাখা হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী, সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

অভিযোগপত্রে বলা হয়, ‘আসামিরা পরস্পর যোগসাজশ করে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছেন।

’ অভিযোগপত্র আমলে নিয়ে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরো পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়।

গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়।

আরও পড়ুন

শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাইশারীতে মোবাইলে ভিডিও করতে গিয়ে বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

কুবিতে যাত্রা শুরু করল ই-স্পোর্টস ক্লাব

‎জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কুতুবদিয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চকরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

মুস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দিচ্ছে বিসিসিআই

চকরিয়ায় বৈচিত্র্য, সম্প্রীতি ও পিঠা উৎসব–২০২৬ অনুষ্ঠিত

ফাতেমা এখন জাইমা রহমানের ছায়াসঙ্গী

কুতুবদিয়ায় বটি দিয়ে কুপিয়ে বোনকে হত্যা, চাচাতো ভাই আটক

কুবিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল

গাইবান্ধায় জামাতের প্রার্থীসহ যাচাই- বাছাই; ৮ জনের মনোনয়নপত্র বাতিল