নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ায় ওজন ও মূল্য নিয়ে কারচুপির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব।
অভিযোগ অনুযায়ী, গরুর ওজন ও দামের হিসাবে অসঙ্গতি রেখে একজন শ্রমিকের কাছে গরুর মাংস বিক্রয় করেন ব্যবসায়ী। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে অভিযুক্তের অপরাধ আমলে নেয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১০ অনুযায়ী মো: আব্দু শুক্কুর নামের ওই মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
স্থানীয়রা এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, বাজারে ন্যায্যমূল্য ও সঠিক ওজন নিশ্চিত করতে এ ধরনের তদারকি আরও জোরদার করা প্রয়োজন।