ঢাকাশনিবার , ২৪ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ আটক ২৪

প্রতিবেদক
MD. RAFIQUL ISLAM
৮ অক্টোবর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে দালাল চক্রের সহযোগিতায় অবৈধ পথে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্য ও সিএনজিচালকসহ ২৪ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

৬ অক্টোবর সোমবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম বিওপির সীমান্ত পিলার ১১১০/এমপি সংলগ্ন গজারীবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান।

আটককৃতরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. মজিবুর রহমান (২৫), শাহরিয়ার ইমন (২১), ওয়াহিদ (৩৮), মো. কুরবান আলী (৪৫), মো. মিঠুন আলী (২৭), জয়নুল হোসেন (৩০), ইব্রাহীম (৩৩), আখতারুল (২৯), মো. মাহাবুর (৪৭), মো. শাকিল (২৯), মো. তারিফ (২৭), মো. মামুন (৪০), আসমাউল (১৮) ও ইয়াকুব আলী, রাজশাহী জেলার তৌফিক ওমর (২৩), মো. আকবর (২৯), বিপ্লব হোসেন (১৯) ও নাটোর জেলার মো. রতন আলী (৩৮) এবং সিএনজি চালক শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. ফারুক (৪০), ইমন (২০) ও সোলাইমান (৪০) এবং মানবপাচারকারী চক্রের সদস্য নালিতাবাড়ী উপজেলার মজনু মিয়া (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মিলন হক (৩৫)। এছাড়া মানবপাচারকারী চক্রের প্রধান হোতা নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের মহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছে।

বিজিবির প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীনস্থ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে সীমান্ত পিলার ১১১০/এমপি এলাকার গজারী বাগান এলাকায় বিজিবির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি সিএনজিচালিত অটোরিক্সাভর্তি ২৪ জন ব্যক্তিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১৪ টি মোবাইল ফোন, একটি হাত ঘড়ি এবং নগদ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদকালে জানায়, তারা প্রত্যেকে ৫ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার জন্য মফিদুল ইসলাম, মিলন হক ও মজনু মিয়াসহ দালাল চক্রের সাথে লেনদেন করে। অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে ভারতের চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার পরিকল্পনা ছিল তাদের।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান জানান, আটককৃত দালালদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়েরপূর্বক পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আটককৃত বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে পরবর্তী কার্যক্রম গ্রহণ করে থানা পুলিশের নিকট হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

দেশে আসার আগেই যে দিল্লির কাছে দস্তখত দেয়, তার কাছে দেশ নিরাপদ নয়

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন কন্থৌজম সুরঞ্জিত

প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বইয়ের সাথে সখ্যতা গড়তে অভ্যস্ত করতে হবে: ইউএনও মেহেদী হাসান ফারুক

চকরিয়ার দুই শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি ল্যাব পরিদর্শন করেন উপসচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসেন

ফেনীর পরশুরামে পৌরসভার ২নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী গণসংযোগ শুরু।

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

চট্টগ্রাম জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতিকে সংবর্ধনা

‎শান্তিগঞ্জে ইরা’র প্রকল্প অবহিতকরণ কর্মশালা

ইডেনে নবীন বরণ অনুষ্ঠানের ব্যানারে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় সমালোচনা

চকরিয়ায় বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা

আজিজ নগরে বনবিভাগের অভিযানে এক কেটি টাকার বনভূমি উদ্ধার

শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ ‎ ‎