রিপন মিয়া ,সদর প্রতিনিধি, মৌলভীবাজার
ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্হা একতা স্পোর্টিং ক্লাব( এস্পোক) রেজিনং মৌলভী ১৪৫/৯৬ এর আয়োজনে ৩য় একতা জুনিয়র(৮ম শ্রেণি) মেধা অন্বেষণ পরীক্ষা ২০১৯ ” মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি” আজ ২৭/৯/১৯ আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়।মৌলভীবাজার সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়েরর ৮ ম শ্রেণির ছাত্রদের অংশগ্রহনে পরীক্ষা অনুষ্টিত হয়।পরীক্ষা পরিদর্শন করেন দাতা পরিবারের সদস্য সৈয়দ ইফতিয়ার হোসেন বাচ্চু।অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন নুরুল হক,খয়রুল হক চৌ আতা,প্রতিভা চক্রবর্তী,টিটু চৌধুরী সংগঠনের সভাপতি এবাদুল হক দুলু,সম্পাদক গাজী আবেদ, পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার,মুহিবুর রহমান,শাহ ইমরান সাজু,মুহিবুর রহমান দিপলু, পান্না,শিবলু,জায়েদ,সুমন,শহীদ,এমদাদ,সাজু,কামরুল,রুবেল বেগ,রুবেল,লিটন খান,জাকারিয়া,সুহেল,আরিফ,সৈয়দ সামাদ প্রমুখ।উল্লেখ্য সংগঠনটি ২২ বছর যাবত ৫ম শ্রেণির শিশুদের পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে বৃত্তি দিয়ে আসছে।