বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালীতে প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রদত্ত প্রজেক্টর ও প্রজেক্টর স্ক্রিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৯ মে) প্রাথমিক শিক্ষা অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের নিকট এসব প্রজেক্টর ও প্রজেক্টর স্ক্রিন হস্তান্তর করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ প্রধান শিক্ষকদের হাতে উক্ত আইসিটি সরঞ্জামাদি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শাহরিয়ার সুলতানা, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন, উত্তম কুমার বিশ্বাস, মো. নুরুল কবির, উচ্চমান সহকারী সত্যদিতানন্দ সরকার ও মনোয়ারা বেগম।
এসময় শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ প্রদত্ত প্রজেক্টর ও প্রজেক্টর স্ক্রিন যথাযথ ব্যবহারপূর্বক শ্রেণিকক্ষে ডিজিটাল কনটেন্ট তৈরি করে পাঠদানের জন্য শিক্ষকদের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৩ মে বোয়ালখালীর ৬১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রদত্ত ল্যাপটপ বিতরণ করা হয়েছে।