জহুরুল ইসলাম. নীলফামারী জেলা
নীলফামারীর ডিমলায় বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম নিহত হয়েছেন।
২৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার শুটিবাড়ি বাজার সংলগ্ন গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা রফিকুল ইসলাম(৬০)বর্তমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা উপজেলা সেক্রেটারি
ও খালিশা চাপানী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রফিকুল ইসলাম খালিশা চাপানীর থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা সড়ক সংস্কারের দাবি জানান। একই সাথে সোমবার ২৯ সেপ্টেম্বর ডিমলা-ডালিয়া সহ সকল সড়ক অবরোধের ঘোষণা দেয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান বলেন, আমরা গভীরভাবে শোকাহত। এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিমলার তেলিরবাজার এলাকায় একটি প্রভাবশালী চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এই বালু পরিবহনে ব্যবহৃত বেপরোয়া গতির ট্রলিগুলোর কারণে এলাকার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।