ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. সর্বশেষ

কর্ণফুলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭, আহত ২০

প্রতিবেদক
নিউজ এডিটর
১৮ জুন ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ

Link Copied!

কর্ণফুলী সংবাদদাতা :

কর্ণফুলীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে ৫ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সবমিলিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।
হচকবনক্সম
হদবক্সবনবন্না
আহত অন্যান্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ জুন) দুপুর ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা নিউজ ভিশনের বিশেষ প্রতিবেদক ও চট্টলা ইঞ্জিনিয়রস ক্লাবের সভাপতি ইঞ্জিঃ আতিক সুজন জানান-
মইজ্জার টেক সিএনজি ফিলিং স্টেশনের সামনে উল্টো দিক থেকে আসা বিআরটিসির বাস একটি লোকাল বাসকে সামনে থেকে ধাক্কা দেয়। ফলে আকস্মিকভাবে এই ভয়াবহ দুর্ঘটনা সংঘঠিত হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয় এবং বাকি ২ জন হাসপাতাল নেওয়ার পথে মারা যান।
দুর্ঘটনায় ইঞ্জি: আতিক সুজননের বাসে থাকা পরিবারের ৬ সদস্যের মধ্যে উনার স্ত্রী সানজিদা ইয়াকুব আহত হন।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল মাহমুদ বলেন, ‘মইজ্জার টেক এলাকায় শহর থেকে পটিয়াগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে পটিয়া থেকে শহরগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিআরটিসির বাসটি উল্টো দিকে গিয়ে লোকাল বাসকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।’

তিনি আরো বলেন, ঘটনাস্থলেই ৭ জন মারা গেছেন এবং ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

815 Views

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০