স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ-সিলেট মহা সড়কের মদনপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন।
সুনামগঞ্জের সদর উপজেলার মদনপুর মাদরাসার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাক চালক ঘটনাস্হলেই ‘নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সোমবার (২১ জুলাই) ভোর সাড়ে ৫ ঘটিকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের মদনপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলে ও স্থানীয়রা জানান, অতিরিক্ত গতি ও বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।