ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

সুমন দাসের কবিতাগুচ্ছ

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ

Link Copied!

*পৃথিবী*

হে পৃথিবী-
তুমি ‘প্রকৃতিমেলা’, তুমি ‘মেঘপুঞ্জ’, তুমি ‘স্নিগ্ধমায়া’;

শীতল সমীরণে গ্লানি মোছক-সম্মুখদ্বারে ভবঘুরে অচেনা পথিক,
উষ্ণমাখা ভূ-তনু দহন পরিত্রায়নায়-জীবন্যায় শুক্ল হিমানীর প্রতীক্ষায় দ্বিকবিদিক।
হে ধরিত্রী-
তুমি ‘হিমালয়া’, তুমি ‘জলরাশি’, তুমি ‘সর্বত্রআঁশ’;
আকাশচুম্বী স্বপ্নছোঁয়া আপাদমস্তক প্রয়াশ-প্রতিকূলতা দূরীভূততে মহাআলয়ে অষ্টাঙ্গে প্রণিপাত,
বিশালতার অধরা জ্ঞানতৃপ্তির সংকোচন-যুগান্তরে মহামানবের পদচিহ্ন মহাবিজয়ের বাজিমাত।
হে বসুমতি-
তুমি ‘কল্পনাঠাঁই’, তুমি ‘পদচারণভূমি’, তুমি ‘বিষ্ময়কর’;
সময়বানে চেতনাগোচরদ্বার উদগ্রীব পালাবদলে-দর্শনমূলে জ্ঞানভাণ্ডার ইতিহাসসাক্ষ্য জোয়ারতরী জয়োসাম্য,
অবিনশ্বরের অজ্ঞাত প্রশ্নফাঁদের প্রশ্নবোধক-নির্ভীকচিত্তে মনোশক্তিতে রহস্য দূর কাম্য।

হে মেদিনী-
তুমি ‘সংগ্রামখানা’, তুমি ‘বিলাসময়ী’, তুমি ‘ধ্বংসপ্রায়’;
অভিযোজন সংকল্পে প্রাণীকুল টালমাটাল-আত্মমোহের চঞ্চলতায় তুচ্ছতাচ্ছিল্য চিরচেনা বাসআলয়,
উদ্দেশ্যপ্রণোদিত কর্মভার বাকবিতন্ডায় চূর্ণবিচূর্ণ-স্বার্থগ্রাসীদের দৈত্যভাবে উত্তাল ধ্বংসস্তূপটুকুর বলয়।
হে অবনী-
তুমি ‘প্রলয়শিখা’, তুমি ‘রংতুলি’, তুমি ‘শান্তিকামিনী’;
মর্ত্যলোকে মনুষ্যজাতির ন্যায়স্রোত লাভান্যায়-সর্বস্থানে দেয়ালচিত্র ঘাত-প্রতিঘাতের বাস্তবসত্তায় বহমান,
উপলব্ধিজাত নির্যাস নরজীবনের ত্রি-শক্তি-প্রকৃতিলীলায় ভূ-নিজস্বতায় সমাদৃত ভারসাম্য তান।
হে অখিল-
তুমি ‘খেলাঘর’, তুমি ‘উদাসিনী’, তুমি ‘সর্বহরণকারিণী’;
শিকলমুক্ত ঝাঁপটানি মরীচিকাময় রঙ্গমঞ্চ-বেখেয়ালীপনায় গন্তব্যহীন প্রেতাত্মা বিধ্বংসীরূপী অবকাশ,
আকস্মিক তৎপরতায় অবান্তর ভাঙা-গড়া-সৃষ্টিকুলহস্তে পুষ্পাঞ্জলির মঙ্গলতোরণ বিড়ম্বনাক্ষণে সর্বনাশ।
হে ধরাতল-
তুমি ‘স্মৃতিমালা’, তুমি ‘আলোছায়া’, তুমি ‘জাগ্রতসত্য’;
কর্মফলের বিজড়িত সন্ধিক্ষণের প্রতিচ্ছবি-‘জন্ম-মৃত্যু’ চিরাচরিত ব্যর্থতায় পর্যবসিত ধ্যানযোগে,
ঠুনকোশ্বাসে অহমিকার গড়িমসি জীবনশাস্ত্রে-পার্থিবযশ মূল্যহীন পরমাত্মার দেহত্যাগের সংযোগে।

**সময়ের দ্বার**

তুমি বহমান ‘স্রোত’-
জীবন সংগ্রামের ‘হাতিয়ার’ প্রতিটিক্ষণে অবিরাম ক্ষয়জাত পন্য,
প্রাপ্যটুকু সময়কে মর্যাদাদানে অর্জিত পদচিহ্নতে ‘পরিশ্রমীরা’ ধন্য।

তুমি আমৃত্যু ‘প্রকৃতিসত্তা’-
সময়ানুবর্তিতার হাস্যোজ্জ্বল বেলায় প্রস্ফুটিত ‘ভবিষ্যৎ’ ভাগ্যেদ্বারে মিলে,
বিধাতার বিধানে অবমূল্যায়ন সময়কে ‘জীবনচক্র’ অন্ধকারের জলে।

তুমি বৃষ্টিস্নাত ‘রংধনু’-
সময়ের চঞ্চলতায় ‘ঋতুর’ আবির্ভাব মুক্তাকাশে নানারঙের ছবি,
চিন্তাশক্তির উপত্যকায় সৃষ্টিলগ্নহতে ছন্দরস ছড়িয়েছে ‘মুক্তিকামী’ কবি।

তুমি মানবজীবনের ‘মহাশিক্ষক’-
ক্ষমতা-পেশীশক্তির আস্ফালনে দুর্বিপাকে মেহনতি ‘মনুষ্যজাতি-সমাজ’,
‘পাঞ্জেরীরূপে’ সময়ের দীক্ষামন্ত্রে বলবানদের মুখ-মন্ডলে বিষন্নতার ভাঁজ।

তুমি সুখে-দুঃখে ‘মহারথী’-
‘আয়ুকালের ক্যালেন্ডারে’ অবধারিত ললাটে ভাল-মন্দ হিসাবনিকাশের ‘বাটখারা’,
সাফল্যের পিরামিড আহরোণে; অসহায়ত্ব বিসর্জনে ‘লোচনপাতা’ দিশেহারা।

তুমি জ্বলন্ত ‘মঙ্গলপ্রদীপ’-
সময়ের অন্তর্জালে ‘ধনী-গরিব’ বাছবিচারহীন; কর্তব্যনিষ্টা হৃদয়ঙ্গমের ধারক,
সততার হিমালয়ের ‘বিজয়মালা’ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের লাভাশিখার স্মারক।

তুমি ডুবন্ত ‘মায়াস্মৃতি’-
ঋতুরাজে সজীবতা; কালক্ষেপণে শূণ্যপাতা; ঝলসানো খাঁটি ‘হীরাপান্না’,
অতীতস্বপ্ন হারিয়েছে নোনাজলে; ‘সময়দ্বারে’ স্মৃতির হৃদয়বিদারক বোবাকান্না।

আরও পড়ুন

বোয়ালখালীতে মরহুম রফিক মিয়ার পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিল ২৬ ডিসেম্বর

শান্তিগঞ্জে কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা ‎

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে  শ্রদ্ধাঞ্জলি

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চবি ছাত্রদল নেতা আরিফের জানাজা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি