Oplus_131072
হে সাঈদ, তুমি অগ্নিপতঙ্গ,
প্রাণ ভয়ে মোরা দেইনিকো সঙ্গ।
তাই পথে পথে নির্ভয় উলঙ্গ (বর্মহীন),
আর ঐপাশে নির্লজ্জ পুঃলিঙ্গ (স্বশস্ত্র)।
শৃঙ্খলার নামে করছে শপথভঙ্গ,
রাগে ক্ষোভে মোরা অগ্নিপতঙ্গ।
পতাকার লালটুকু বাড়ারে হে বঙ্গ,
ঠাঁই হোক মোরও রক্ত তরঙ্গ।
দেখ দেখ মোরা অগ্নিপতঙ্গ,
দিকে দিকে ঐ অগ্নিপতঙ্গ।
সে ন্যায়যাত্রার প্রথম ইসফুলিঙ্গ,
সে শহীদ, সেতো মুক্ত বিহঙ্গ।