তানজিমুল ইসলাম
বালিকা!
বলো কোন রঙে সাজাবো তোমায়?
কোন রঙে খোঁজে পাও তোমার অহমিকা?
বলো কোন রঙ নেবে-
লাল,নীল,সবুজ,আসমানী?
না হলুদ,কালো,বেগুনি?
নীল রঙ নেবে?
নীল শাড়ি আর চুড়িতে তোমায় যে খুব মানাবে!
আসমানী রাঙা টিপ পড়ে,
একাকী আর বসে থেকো না ঘরে,
কালো কাজল এঁকে চোখে,
পায়ে লাল রঙা আলতা মেখে,
যখন হেঁটে হেঁটে যাবে সবুজে ছাওয়া গাঁয়ে,
বকুলেরা সঙ্গী হবে তোমার চুলে বাধা খোপা হয়ে।
বলো কোন রঙে সাজালে পরে,
তোমার মুখে ফিরে আসবে হৃদয় হারা হাসি,
সলজ্জে আমার হাতটি ধরে,
কাঁপা ঠোঁটে চাপা কন্ঠে কবে বলবে ভালোবাসি?