-------------
সাধুর সহিত হাজির সবে-
আপদ মোচনের লাগি,
রবি উঠিলে ঐ গগনে-
দুনিয়া রহে জাগি;
কিছু সাধুতে কাপুরষ রহে-
জানেনা মানব কুল,
তাহাদের মাঝেই গমন করিয়া-
করিয়া লহে শত ভুল।
কি করিয়া সৎ হইলো তাহারা-
গননা নাহি মিলে,
বিপদে নাহি হয় হিংস্র-
আওয়াজ নাহি তুলে;
পূন্য তাহা,আছে যাহা-
মানব বাঁচিবার ঝড়,
যেথায় থাকে না 'ভিতু' নামের-
কঠিন তীব্র ডর।
সততার সহিত সকলে মিলিয়া-
কবিতার সুর তুল!
"আপদের তরে মাথা নত নহে-
সততার কাঁধে মিল।"
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০