Oplus_131072
দোয়ারাবাজারে বিএনপি নেতার মোবাইল নম্বর হ্যাক: অনাকাঙ্ক্ষিত স্ট্যাটাসে বিভ্রান্তি
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার জানিয়েছেন যে তাঁর মোবাইল নম্বর হ্যাক করে অজ্ঞাত ব্যক্তি বা চক্র তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম আইডি ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত স্ট্যাটাস প্রকাশ করেছে।
তিনি জানান, প্রকাশিত পোস্টটি তিনি নিজে দেননি এবং উক্ত স্ট্যাটাসের সঙ্গে তাঁর কোনও ধরনের সম্পৃক্ততা নেই। এ ঘটনায় তিনি বিব্রত ও উদ্বিগ্ন বলে মন্তব্য করেন।
আব্দুল মানিক মাস্টার বলেন, বিষয়টি জানার পরই তিনি দ্রুত সংশ্লিষ্টদের অবহিত করেছেন এবং সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর পোস্টে বিশ্বাস না করার আহ্বান জানান। পাশাপাশি তিনি ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা তৈরি হয়েছে।