নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া রেলওয়ে স্টেশনের অ্যাপ্রোচ রোডে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবাতি স্থাপনের আবেদন জানিয়েছেন, নিউজ ভিশনের সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল। সম্প্রতি এ সংক্রান্ত একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন তিনি।
আবেদন সূত্রে জানা যায়, চকরিয়া রেলওয়ে স্টেশনটি কক্সবাজারসহ আশপাশের একাধিক উপজেলার মানুষের ট্রেনে যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে স্টেশনটির অ্যাপ্রোচ রোডে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাস্তাটি দীর্ঘদিন ধরে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে এলাকায় ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। এতে করে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং জননিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলমগীর জানান, চকরিয়া রেলওয়ে স্টেশনের অ্যাপ্রোচ রোডে সৌরবাতি স্থাপনের বিষয়টি ইতোমধ্যে HELP-এর প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন