নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোহাম্মদ মহিউদ্দিনের সরকারি চাকরির শেষ কর্ম দিবস ছিল আজ ২৮শে সেপ্টেম্বর। তিনি ১৯৮৮ সালের জুন মাসের ২৮তারিখ সরকারী চাকুরীতে যোগদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন বিদায় সংবর্ধনা দিয়েছেন।
তিনি বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হিসাবে আমি যোগদানের পর থেকে উপজেলায় অনেক দিন আমরা একসাথে কাজ করেছি। ১৮ টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন টিকাকেন্দ্রে আমরা ঘুরেছি।মাঠ পর্যায়ের বিভিন্ন জাতীয় কর্মসূচী সফলতার সহিত সম্পাদন করেছি। উনার চাকুরীকালে কোনো ধরনের কালিমা ছিলনা এবং সুনামের সাথে চাকুরীকাল শেষ করেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পর্যায়ের অনেকের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। মহিউদ্দিন সাহেবের সততা এবং কাজের প্রতি জবাবদিহিতা ভবিষ্যতের মাঠ পর্যায়ের সহকর্মীদের জন্য উদাহরণ হয়ে থাকবে। মহিউদ্দীন সাহেবের অবসর পরবর্তী জীবন সুস্থ এবং সুন্দর ভাবে কাটুক সেই প্রত্যাশা রাখছি।