ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
১৬ অক্টোবর ২০২৫, ২:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম

মণিপুরী ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে প্রথম দিনের অনুষ্ঠান হয় ১১ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে অবস্থিত মণিপুরী কালচারাল কমপ্লেক্সে, আর দ্বিতীয় দিনের আয়োজন ১২ অক্টোবর অনুষ্ঠিত হয় সিলেটের মির্জাজাঙ্গালে মণিপুরী রাজবাড়িতে।

অনুষ্ঠানের আয়োজন করে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার, সহযোগিতায় ছিল মণিপুরের সাংস্কৃতিক সংগঠন ফুংগা হেরিটেজ।

প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুনিষ নিংথৌজম, কনভেনর, ফুংগা হেরিটেজ, মণিপুর। উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় ‘মণিপুরী নৃত্য বিষয়ক বিশেষ কর্মশালা’, যা পরিচালনা করেন মণিপুর ইউনিভার্সিটির মণিপুরী ডান্স বিভাগের ফ্যাকাল্টি ড. খাঙেম্বম খোনি।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জ; ড. মুনিষ নিংথৌজম; এল জয়ন্ত কুমার সিংহ, সভাপতি, মণিপুরী কালচারাল কমপ্লেক্স; এবং এল ইবুংহাল সিংহ শ্যামল, সভাপতি, বামসাস কমলগঞ্জ শাখা।

অনুষ্ঠানে “মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার লিটারারি এন্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয় মণিপুরের বিশিষ্ট নৃত্যশিল্পী ড. খাঙেম্বম খোনি এবং বাংলাদেশের নৃত্যশিল্পী লিনথোই দেবী-কে। সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও গবেষক এ কে শেরাম।

আলোচনা সভা ও সংবর্ধনা শেষে মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর বাংলাদেশ ও মণিপুরের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ মণিপুরী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।

১২ অক্টোবর সিলেটের মির্জাজাঙ্গালে মণিপুরী রাজবাড়িতে দ্বিতীয় দিনের ক্লোজিং প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ড. মুনিষ নিংথৌজম, বিশেষ অতিথি ড. খাঙেম্বম খোনি। গুণীজন সংবর্ধনায় সম্মাননা দেওয়া হয় শান্তনা দেবী, ডিরেক্টর, একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস (এমকা), এবং বিশিষ্ট শিল্পী ড. আর কে গীতাঞ্জলি-কে। সভাপতিত্ব করেন কবি ও গবেষক এ কে শেরাম।

দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য মণিপুরী সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে মণিপুর ও বাংলাদেশের শিল্পীরা পরিবেশন করেন নৃত্য, সংগীত ও নাট্য পরিবেশনা।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার ভানুবিল মাঝেরগাঁওয়ে অবস্থিত মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে অয়েকপম অঞ্জু-র উদ্যোগে। প্রতিষ্ঠার পর থেকে এটি মণিপুরী ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। প্রত্যন্ত অঞ্চলের এই উদ্যোগ আজ মৌলভীবাজার জেলার গর্বের প্রতীক এবং নতুন প্রজন্মকে মণিপুরী ঐতিহ্যের ধারক ও বাহক হতে অনুপ্রাণিত করছে।

আরও পড়ুন
বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম

সেন্টমার্টিন থেকে শাহপরীরদ্বীপ আসার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু,আহত-২

খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায়

খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায়

যেখানেই অনিয়ম, দুর্নীতির খবর পাব, আমি ফাটাকেষ্টর মতো ছুটে আসব-জেলা প্রশাসক শারমিন

স্বপ্ন থেকে সাফল্যে—চিকিৎসক মোস্তফার পথচলা

স্বপ্ন থেকে সাফল্যে—চিকিৎসক মোস্তফার পথচলা

দেশে ফিরার বিষয়টি একক নিয়ন্ত্রাধীন নয়- তারেক রহমান।

জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল

সুমন দাসের একগুচ্ছ কবিতা

দোয়ারাবাজারে এলজিইডির ৫ কোটি টাকার আম্পান প্রকল্পে অনিয়মের অভিযোগ ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

আগামীকাল আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের শপথ

বোয়ালখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইউএনও রহমত উল্লাহ’র ক্রীড়াসামগ্রী বিতরণ