জাবেদুল আনোয়ার:
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা আদর্শ দাখিল মাদরাসার ইবতেদায়ী সমাপনী ও জে ডিসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ১০টা সময় মাদরাসা হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজ ইসলামের পরিচালনায় পরিচালনা কমিটির সভাপতি জুবাইরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাইল আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাঈল মোঃনোমান,৭নং ওয়ার্ড যুবলীগে সভাপতি রহিম উদ্দীন,সাধারণ সম্পাদক জসীম উদ্দীন,ইউনুচ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিরাজুর ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্যে কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাঈল মোঃ নোমান বলেন আজকের প্রজম্নের ছাত্র ছাত্রী আগামীর সুন্দর দেশ গড়ার কারিগর। প্রত্যন্ত এলাকায় এধরনের শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই আগামীতে দেশ ও জাতি গঠনে আদর্শিক ভুমিকা পালন করবে। বিদায় অনুষ্ঠানে তিনি সকল পরীক্ষার্থীর জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
এছাড়া অভিভাবকদের নিজেদের সন্তানদের প্রতি যত্নবান ও সঠিক সময়ে বাড়ি ফেরা মাদারসা যাওয়া এবং বখাটদের সাথে চলাফেরা না করা,মেয়েদের বাল্যবিবাহ থেকে রক্ষা করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে পরিক্ষার্থী সহ দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০