ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
১১ জুলাই ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম :

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামের মণিপুরি মুসলিম (পাঙাল) সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী মাহফুজা আক্তার জেরিন এবার এসএসসি পরীক্ষায় গৌরবজনক সাফল্য অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে সে জিপিএ-৫ পেয়ে পরিবারের পাশাপাশি গোটা এলাকার মুখ উজ্জ্বল করেছে।

তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজা আক্তার জেরিন প্রাথমিক শিক্ষাজীবনের শুরু থেকেই অসাধারণ মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে এসেছে। সে নিয়মিত ভালো ফলাফলের পাশাপাশি পাঠ্য-বহির্ভূত কর্মকাণ্ডেও সক্রিয় ছিল। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন ছিল তার শিক্ষাজীবনের প্রথম বড় অর্জন, যা তাকে ভবিষ্যতের জন্য আরও আত্মবিশ্বাসী করে তোলে।

মাহফুজার মা রোকসানা বেগম মেয়ের সাফল্যে আবেগ আপ্লুত হয়ে বলেন, “আমার মেয়ে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এই সাফল্যে আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। তার এই কৃতিত্বে স্কুলের শিক্ষকদের অবদানকেও আন্তরিকভাবে সম্মান জানাই। আমি চাই, আমার মেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুক। সবাই তার জন্য দোয়া করবেন।”

নিজের অনুভূতিতে মাহফুজা বলেন,“আমার এই সাফল্যের পেছনে বাবা-মা, পরিবার ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আল্লাহর রহমত, সবার দোয়া এবং নিজের পরিশ্রমে এই ফলাফল অর্জন করেছি। আমি ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চাই, যেন মানুষের সেবা করতে পারি।”

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামাল উদ্দিন বলেন,“মাহফুজা আক্তার জেরিন আমাদের বিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও অনুগত ছাত্রী। সে সবসময় শ্রেণিকক্ষে মনোযোগী থাকত এবং পাঠদানে গভীর আগ্রহ দেখাত। তার এই অসাধারণ সাফল্যে আমরা গর্বিত। এই অর্জন শুধুমাত্র তার পরিবারের নয়, বরং আমাদের বিদ্যালয় এবং পুরো এলাকার জন্যও গর্বের বিষয়।”

অদম্য মেধা, অধ্যবসায় এবং পারিবারিক অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত মাহফুজা আক্তার জেরিন। ছোটবেলা থেকেই তার প্রতিটি সাফল্যের পেছনে ছিল একাগ্রতা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের নিখুঁত সমন্বয়। পড়াশোনার প্রতি তার ভালোবাসা ও নিরলস প্রচেষ্টা আজ তাকে এসএসসি পরীক্ষায় গৌরবজনক ফলাফল অর্জনের পথে এগিয়ে নিয়েছে। বিশেষ করে তার মা-বাবার ত্যাগ ও সাহসিকতা, শিক্ষকদের নিরলস সহযোগিতা এবং নিজের আত্মপ্রত্যয়—সবকিছু মিলিয়েই মাহফুজার এই পথচলা এত সফল ও অনন্য হয়ে উঠেছে। তার এই অগ্রযাত্রা যেন আগামী দিনে আরও বড় সাফল্যের দুয়ার খুলে দেয়—এমনটাই প্রত্যাশা পরিবারের, শিক্ষাপ্রতিষ্ঠানের এবং সমাজের সকল সচেতন মানুষের।

453 Views

আরও পড়ুন

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২

মহাসড়কে দুর্ঘটনা রোধে সমন্বিত সচেতনতামূলক মতবিনিময় সভা

গাজীপুরে বিএনপি নেতা সাথী বহিষ্কার ও গ্রেফতার সমীকরণে : নিরব ক্ষোভে তৃণমূলের নেতাকর্মীরা

কাপাসিয়ায় খাল বিলে অভিযান চালিয়ে ২৫ টি ম্যাজিক চাই ও জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ