রফিকুল ইসলাম জসিম | নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের মণিপুরী মুসলিম সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থী মোঃ আরফান তানভীর ইসলাম ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫.০০ অর্জন করে এলাকায় গৌরবের প্রতীক হয়ে উঠেছেন। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম-এর পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।
গত শনিবার (২৬ জুলাই) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩’ প্রদান অনুষ্ঠানে তানভীরসহ দেশের ৮৯৩ জন মেধাবী শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি বাহারুল আলম, বিপিএম।
পুরস্কার গ্রহণ করেন তানভীরের পক্ষে তার পিতা এএসআই মোঃ শফিকুল ইসলাম।
আইজিপি তাঁর বক্তব্যে বলেন, “সততা, পরিশ্রম ও স্বপ্নই জাতির ভবিষ্যৎ গড়ার ভিত্তি। আমাদের সন্তানরা যেন কেবল পরীক্ষার ফলাফলে নয়, মানবিকতা, দেশপ্রেম এবং দায়িত্ববোধেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করে—এটাই আমাদের প্রত্যাশা।”
তানভীরের পিতা, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ শফিকুল ইসলাম বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগ, মতিঝিলে দায়িত্ব পালন করছেন। সন্তানের এই অর্জনে গর্বিত পুরো পরিবার, এলাকা ও পুলিশ বাহিনী। একই সঙ্গে মণিপুরী মুসলিম সম্প্রদায়ের জন্য এটি একটি অনুপ্রেরণামূলক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
তানভীর ছোটবেলা থেকেই মেধা, অধ্যবসায় ও দায়িত্বশীলতায় নিজেকে আলাদা করে তুলেছেন। স্থানীয় বিদ্যালয়ে তার সাফল্যের ধারাবাহিকতা ও শৃঙ্খলাবোধ তাকে সকলের প্রিয় করে তুলেছে। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেছেন।