ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি

জামায়াত কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না–মিয়া গোলাম পরোয়ার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ণ

Link Copied!

বিরোধীদের সমালোচনার জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না। কুরআন না বোঝার কারণেই বিরোধীরা এমন কথা বলে।

বৃহস্পতিবার বিকেলে খুলনা-৫ আসনের আটরা-গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ কুরআন পাঠিয়েছেন। কী করা উচিত এবং কী পরিত্যাগ করা উচিত, তার সুস্পষ্ট নির্দেশনা কুরআনে রয়েছে। আমরা মানুষের কাছে সেই সত্যই তুলে ধরি। তাই ভিত্তিহীন অপপ্রচার বন্ধের আহ্বান জানাই।’

একটি রাজনৈতিক দলের নাম না উল্লেখ করেই তিনি বলেন, সেই দলের মহাসচিব ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠা করবেন না বলে দাবি করেছেন, আবার বলেছেন কুরআনে রাজনীতির কথা নেই। গোলাম পরওয়ার মন্তব্য করেন, কুরআনের পূর্ণাঙ্গ শিক্ষা ছাড়া এ ধরনের বক্তব্য বিভ্রান্তিকর।

তিনি আরও বলেন, “অনেকে ‘মদিনার ইসলাম’ নিয়ে ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে। দাড়ি কেটে বা গান-বাজনার মাধ্যমে কি মদিনার ইসলাম প্রতিষ্ঠা হয়? যারা শরিয়াহ মানে না, তারা কীভাবে মদিনার ইসলামের অনুসারী দাবি করে?”

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যদি একটি মার্কায় কাজ করতে পারেন আমিও অন্য মার্কায় কাজ করার অধিকার রাখি। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বোঝান, আল্লাহর আইনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।’

বিএনপির প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আগে আওয়ামী লীগ যেমন জামায়াত-শিবিরকে কখনো রাজাকার, কখনো জঙ্গি বলত, এখন বিএনপিও সেই ভূমিকায়। তালিম ও মাহফিল অনুষ্ঠানে তারা বাধা দিচ্ছে। এটি জামায়াতকে নয়, বরং ইসলামকে বাধাগ্রস্ত করছে।

তার দাবি, এসব আচরণের ফলে বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলাম। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটোসহ স্থানীয় নেতারা।

দিনের শুরুতে শিরোমণির ডাকাতিয়া গ্রামে গণসংযোগ এবং রাতে সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার ১০৫তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।

আরও পড়ুন

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা