মুহাম্মদ হেলাল উদ্দিন:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কক্সবাজার পৌরসভা নির্বাচনের এক মেয়র প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপর মেয়র প্রার্থীর প্রচারণা গাড়ী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনজন কাউন্সিলর প্রার্থীকেও মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷
মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যার পর থেকে কক্সবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ গণমাধ্যমকে এসব তথ্য জানান৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার রাতে কক্সবাজারে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে নারকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদের বেআইনী শোডাউন করায় ৫০ হাজার টাকা, তিনজন কাউন্সিলর প্রার্থীর কাছে থেকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় নৌকার প্রার্থীর প্রচারণা গাড়ী জব্দ করা হয়।
মাসুম বিল্লাহ বলেন, আচরণবিধি লংঘন ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষ রয়েছে। মঙ্গলবার নৌকা প্রতীকের পক্ষে আওয়ামী লীগের নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে সর্তক করা হয়েছে। প্রচারণার গাড়িতে ব্যানার দেয়ার চেষ্টায় তাকে এই সর্তক করা হয়।
ওই নেত্রীকে কেন জরিমানা করা হলো না, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, জরিমানা না করা হলেও তাকে সর্তক করা হয়েছে এবং বলা হয়েছে এ অপরাধে দায়ে জরিমানাও করা যায়।