ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. রাজনীতি

কক্সবাজার পৌর নির্বাচন : আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থীকে জরিমানা

প্রতিবেদক
নিউজ এডিটর
৭ জুন ২০২৩, ১:১২ অপরাহ্ণ

Link Copied!

মুহাম্মদ হেলাল উদ্দিন:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কক্সবাজার পৌরসভা নির্বাচনের এক মেয়র প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপর মেয়র প্রার্থীর প্রচারণা গাড়ী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনজন কাউন্সিলর প্রার্থীকেও মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷

মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যার পর থেকে কক্সবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ গণমাধ্যমকে এসব তথ্য জানান৷

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার রাতে কক্সবাজারে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে নারকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদের বেআইনী শোডাউন করায় ৫০ হাজার টাকা, তিনজন কাউন্সিলর প্রার্থীর কাছে থেকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় নৌকার প্রার্থীর প্রচারণা গাড়ী জব্দ করা হয়।

মাসুম বিল্লাহ বলেন, আচরণবিধি লংঘন ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষ রয়েছে। মঙ্গলবার নৌকা প্রতীকের পক্ষে আওয়ামী লীগের নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে সর্তক করা হয়েছে। প্রচারণার গাড়িতে ব্যানার দেয়ার চেষ্টায় তাকে এই সর্তক করা হয়।

ওই নেত্রীকে কেন জরিমানা করা হলো না, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, জরিমানা না করা হলেও তাকে সর্তক করা হয়েছে এবং বলা হয়েছে এ অপরাধে দায়ে জরিমানাও করা যায়।

1,548 Views

আরও পড়ুন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের