তানজিলা সুইটি, ঢাকা
রাজধানী ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতে “এক দফা এক দাবি” কর্মসূচি নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন।
দাবি না মানায় রাতেও তারা সেখানে থাকার ঘোষণা দিয়েছেন।
রবিবার (৭ ডিসেম্বর) প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সকাল ১১ টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
দুপুর পেরিয়ে বিকাল হয়ে যাওয়ায়ও তাদের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো বার্তা না আসায় বিকেল তিনটায় শিক্ষা মন্ত্রণালয় চত্বরে ব্লকেড কর্মসূচি পালন করেন।
পরবর্তীতে রাত সাতটার দিকে প্রেস ব্রিফিংয়ে বলেন, “জনভোগান্তির কথা চিন্তা করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, শিক্ষা ভবনের রাস্তার মোড় ছেড়ে দেই তবে যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ না দিবে ততক্ষণ আমরা এখানে থাকব।”
তারা জানান, আগামীকাল সকাল থেকে সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে আন্দোলন করবেন। আর এ আন্দোলন চলবে।