বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টা দীপ্তি” এই প্রতিপাদ্যে বোয়ালখালীতে আজ ৫ অক্টোবর উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচেনার সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে (স্বাধীনতা) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
এতে প্রধান বক্তা ছিলে স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর। বিশেষ অতিথি ছিলেন স্যার আশুতোষ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জয়নাল আবেদীন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক যথাক্রমে পূর্ব কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল সিতারা তাহের ও দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য, শিবলু দাশসহ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষকবৃন্দ।