ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

‘অবৈধ কামাইয়ে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা : শিবির সেক্রেটারি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৫, ২:৫২ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের কল্যাণে কাজ না করে ‘অবৈধ কামাইয়ে ব্যস্ত থাকার’ অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শহীদ মিনার চত্বরে ইসলামী ছাত্রশিবির বগুড়া কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সৎ ও যোগ্য নেতৃত্বই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের যে ধারা তৈরি হয়েছে, তা জাতীয় সংসদ নির্বাচনেও বজায় রাখবেন আপনারা। তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণ ও সমৃদ্ধশালী কল্যাণরাষ্ট্র গঠনে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। সৎ, দক্ষ ও চরিত্রবান নেতৃত্ব তৈরির মাধ্যমেই শিবির সেই লক্ষ্যে কাজ করছে। অনেক ছাত্রসংগঠন যেখানে শিক্ষার্থীদের উত্তেজনাকেন্দ্রিক রাজনীতিতে জড়ায়, সেখানে শিবির শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, ব্যক্তিত্ব বিকাশ ও আধুনিক
সেক্রেটারি বলেন, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের তরুণ সমাজ বৈশ্বিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে। বিশ্ব যখন প্রযুক্তিগত উন্নতির সর্বোচ্চ শিখরে, তখন বাংলাদেশে উচ্চশিক্ষিত লাখও তরুণ বেকার হয়ে সমাজের বোঝা হয়ে আছেন। কিন্তু রাষ্ট্র তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না।

কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (ইফসু)-এর সেক্রেটারি জেনারেল ও বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

তিনি বলেন, বাংলাদেশে সম্পদের অভাব নেই, অভাব কেবল সৎ ও যোগ্য নেতৃত্বের। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে পারলে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে রূপ নিতে পারবে। আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রসমাজকে ভূমিকা রাখতে হবে।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার এবং সেক্রেটারি শফিকুল ইসলাম।

আরও পড়ুন

ট্রাইব্যুনালে নিঃশর্ত লিখিত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

স্থগিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ট্রাইব্যুনালের কাছে হাসিনার আইনজীবী নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ