বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
চট্টগ্রামে করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় রোগীদের জন্য ঘরে বসেই ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘টেলিমেডিসিন সেবা’ চালু করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়, চট্টগ্রামের ইউএসটিসি মেডিকেল কলেজ ছাত্রলীগ।
‘টেলিমেডিসিন সেবা’র আওতায় থাকছে বিনামূল্যে ফোন কলের মাধ্যমে চিকিৎসা সেবা ছাড়াও দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের জন্য থাকছে বিনামূল্যে জরুরী ঔষধ সরবরাহের ব্যবস্থা।
টেলিমেডিসিন সেবার প্রধান সমন্বয়ক ডা.মোস্তফা শাদমান সাকিব জানান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে ইউএসটিসি মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের বিনামূল্যে জরুরী ঔষুধ সরবারহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশ ও মানুষের সেবায় কাজ করে যেতে চাই। এই উদ্যেগটি তারই একটি অংশ।
এছাড়াও এই টেলিমেডিসিন সেবার সার্বিক তত্ত্বাবধানে থাকা ডা. মো: মোস্তাফিজুর রহমান (আশিক) বলেন, দেশে যখনই কোনো দুর্যোগ-বিপত্তি এসেছে, সবার আগে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায়, করোনা মহামারীর সেকেন্ড ওয়েভে যখন জনজীবন বিপর্যস্ত, তখন চলমান লকডাউনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউএসটিসি মেডিকেল কলেজ ছাত্রলীগ বদ্ধপরিকর। যার ফলশ্রুতিতে আমরা টেলিমেডিসিন সেবা শুরু করেছি এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করার চেষ্টা করছি।
চট্টগ্রামে ‘টেলিমেডিসিন সেবা’য় নিয়োজিত ডাক্তাররা হলেন-
ডা.মোস্তফা শাদমান সাকিব-০১৬৮২৯০১৮৯৭
ডা. মো: মোস্তাফিজুর রহমান (আশিক)-০১৬৮৪৮৪৮৮৯৩
ডাঃ আবদুলাহ আল নোমান(রাসেল)-০১৭৪৬৪৬৪৯০৯
ডাঃ মোরশেদুল আলম-০১৮৩৫৬২৬২৩৫
ডাঃ সায়েদ হাসান সনেট-০১৫২১২২২০৪২
ডাঃ ফয়সাল কায়েস মুন্না-০১৮৪৬৫৪৪৩৩৫
ডাঃ শাফকাত উদ্দীন-০১৬৮৬৭৮৪২৮৯
ডাঃ ইরফান পারভেজ-০১৯৯৮৪৮০৫৬৪
ডাঃ আদিল রহমান-০১৭০৭০৭৫০৯৯
ডাঃ আশরাফুল আলম মানিক-০১৮৭৬৫৬৭৫১০
ডাঃ রাতুল দত্ত-০১৯৫৪৭৯৫০৮২
ডাঃ মোঃ নেজাম উদ্দিন-০১৫১৫৬৮১২২৪
ডাঃ শাকিল মাহমুদ-০১৮২৫৪৫০৩০৪
ডাঃ রবিউল হাসান-০১৯৭৫৬২০১৭০
ডাঃ নোবেল শরীফ-০১৬৩৭০৬৬৬৩৬
ডাঃ মোঃ পারভেজ-০১৮৬৬৩৩১১৮৯
ডাঃ মোহাম্মদ মাসুদ-০১৮২৩২৯৭৫৬৮
প্রয়োজনীয় ঔষুধের সরবরাহের দায়িত্বে যারা আছেনঃ
ওমর ফারুক রিয়াদ-০১৬২৩৬১১৬৪২
নকিবুল হুদা-০১৫২১২২২৩০১
রিজভী বড়ুয়া-০১৮৩২৮৩৬৪৭৫
মোহাম্মদ ফাহিম-০১৬২৯৬১৮৮৬৮
জিয়াউল ইসলাম-০১৭৩৭৮০৮৪৬১
মোঃ নীল হাসান-০১৬৮২১৪৫৪৯৯
ফরহাদ মাহমুদ-০১৮৩৬২৫০১৫৬
আরিফুল হক-০১৮৩০৪৭০৭০৯
তৌহিদুর রহমান-০১৬৩২৩০২৩৭০
রাকিবুল হাসান-০১৭৭৪৩৮০০৩৬
মোহাম্মদ ওমর-০১৬৮১০৭০১০৪
অরিত্র দত্ত-০১৫৩৫১৪১২৭৬
এই কর্মসূচির মাধ্যমে জনগণ স্বাস্থ্যসেবা নিয়ে যথেষ্ট সহযোগিতা পাবেন, এই আশা রাখছেন টেলিমেডিসিন সেবার সাথে সংশ্লিষ্টরা। সবাইকে নির্দ্বিধায় সেবা গ্রহণনের আহ্বান জানান।