ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

টঙ্গীতে গৃহবধূর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট—থানায় অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ

Link Copied!

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় এক গৃহবধূর বাসায় হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার–নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আফরোজা আক্তার (২৫) টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি জানান, গত (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে একই এলাকার কয়েকজন ব্যক্তি— কানা রতন (৪০), বুলু (৩০),মোঃ দাউদ (৩০), হিচকা সোহেল (২৮), মোঃ রুবেল (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জন তার বাসায় এসে তার স্বামীকে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ তুলে বাড়ি-ঘর ভাঙচুর শুরু করে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ঘরের প্রায় ৫ লাখ টাকার মালামাল ভাঙচুর করে। এ সময় প্রতিবাদ করলে ১ নম্বর অভিযুক্ত কানা রতন তাকে মারধর করেন। পরে ঘরে থাকা সাত ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে।

আফরোজা আক্তার অভিযোগে জানান, অভিযুক্তদের সঙ্গে তাদের কোনো পূর্বশত্রুতা নেই। তবে হামলার পর থেকে তারা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। সুযোগ পেলে তার স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করবে বলেও তিনি অভিযোগ করেন। এতে পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বর্তমানে নিজেদের বাসায় প্রবেশ করতে পারছেন না।

এবিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা মুঠোফোন রিসিভ করেননি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার (ওসি) ওহিদুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে দুই পক্ষ থেকে আলাদা আলাদা অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র দলীয় চূড়ান্ত মনোনয়নে পুনঃ বিবেচনায় বিশ্বাসী বীর মুক্তিযোদ্ধা মালেক খান

চকরিয়া -১ আসনে ছাত্র সালাহউদ্দিন আহমদের বিপক্ষে লড়বেন শিক্ষক মইনুল।

মানুষের কথা বলতে সংসদে যেতে চাই -রিক্সা চালক সুজন

শাল্লায় হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি তুরন কান্তি দাস, সম্পাদক জয়ন্ত সেন

বর্ণাঢ্য আয়োজনে চবিতে বিশ্ব ফিলোসোফি উৎসব উদযাপন

চবির ‘চকোরী’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি বদলের আহবান শিবির সভাপতির

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে কর্মসূচি ঘোষণা

ড.মিজানুর রহমান আজহারীর প্রার্থীতা নিয়ে জামায়াতের বক্তব্য