মো: মোমিন খাঁন,স্টাফ রিপোর্টার(বগুড়া):
বগুড়ার আদমদীঘিতে মাত্র এক ঘন্টার ব্যবধানে কছিম উদ্দিন আকন্দ (৯০) ও অছিম উদ্দিন আকন্দ (৮৫) নামের দুই সহোদর ভাই ইন্তেকাল করেছেন।
গত বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সুদিন গ্রামে এই ঘটনা ঘটে। দুই ভাইয়ের মাঝে বেশি আন্তরিকতা থাকার কারনে বড় ভাইয়ের ইন্তেকালের পর শোকে ছোট ভাইয়ের ইন্তেকাল হতে পারে বলে গ্রামবাসি ধারনা করছেন। এই খবরে ওই গ্রামে শোকের ছাঁয়া নেমে আসে।
জানাযায়, আদমদীঘি উপজেলা সদরের সুদিন গ্রামের কছিম উদ্দিন আকন্দ ও অছিম উদ্দিন আকন্দ নামের দুই ভাই বেশ কিছু দিন যাবত বার্ধক্যজনিত কারনে অসুস্থ্য ছিলেন। পরিবারের সদস্যরা তাদের চিকিৎসা ও দেখভাল করছিলেন।
গত বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে বড় ভাই কছিম উদ্দিন আকন্দ ইন্তেকাল করেন। এর পর মাত্র এক ঘন্টার ব্যবধানে রাত ৯টা ১৫ মিনিটে ছোট ভাই অছিম উদ্দিন আকন্দও ইন্তেকাল করেন। মাত্র এক ঘন্টার ব্যবধানে একই বাড়িতে দুই ভাইয়ের ইন্তেকালের ঘটনা পরিবারসহ গ্রামে যেমন শোকের ছাঁয়া নেমে আসে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা সুদিন গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতশত মুসল্লির অংশ গ্রহনে একই সাথে দুই ভাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০