স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর উপজেলা নলুয়ার হাওর পোল্ডার-২ এলাকার ২৭নং সিআইসি প্রকল্পের নির্মিত ক্লোজার কাজের মাটি ভরাট কাজ পরিদর্শন করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায় এবং হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি কবি ও লেখক ইয়াকুব বখত বাহলুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সহ-সভাপতি দিলোয়ার হোসেন লিলু, প্রচার সম্পাদক সাংবাদিক আলী জহুর, সদস্য সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ ও সুহেল মিয়াসহ নেতৃবৃন্দরা।
পরিদর্শনকালে বাঁধের কাছ থেকে মাটি উত্তোলন করে বাঁধ নির্মাণ করায় অসন্তোষ প্রকাশ করেন নেতৃবৃন্দরা। বাঁধের ক্লোজারকে আরো প্রাধান্য দিয়ে সঠিকভাবে কাজ আদায় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।