ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে স্কুল শিক্ষার্থী আহত এবং স্থলমাইন বিস্ফোরণে পা–বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩জানুয়ারি)বিকালে টেকনাফ-উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি কলেজ গেইট থেকে প্রদক্ষিণ করে শাপলা চত্বরে শেষ হয়।
টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বারের সভাপতিত্বে সিঃ যুগ্ম সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,উপজেলা বিএনপির সভাপতি এড হাসান সিদ্দিকী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু,জেলা বিএনপির সদস্য যথাক্রমে মোঃ আব্দুল্লাহ,শাহ আলম,পৌর বিএনপির সিঃ সহ-সভাপতি হাফেজ এনামুল হাসান,সহ-সভাপতি রমজান আলী।
আরও বক্তব্য রাখেন,টেকনাফ পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন,পৌর যুবদলের আহবায়ক আবদুল শুক্কুর,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃআব্দুল্লাহ,সিঃ যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক,সদস্য সচিব রহমত উল্লাহ,পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান,সিঃযুগ্ম আহবায়ক তারেক আহমদ সাগর,কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আতাউল্লাহ ও সাইফুল প্রমুখ।
বক্তারা অবিলম্বে সীমান্তে নিরাপত্তা জোরদার,মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আহত শিক্ষার্থীর সুচিকিৎসার দাবি জানান।একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।