প্রতিবেদক,নিউজ ভিশনঃ
কক্সবাজারের চকরিয়ার সাহারবিল এলাকার রেল রাস্তায় নিয়মিত চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলাচল করা পথচারী ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়দের অভিযোগ, রেল রাস্তাটি অন্ধকার ও নির্জন হওয়ায় চোরচক্র এটিকে নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে। একাধিকবার মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না থাকায় অপরাধীরা ধরা পড়ছে না।
একজন দোকানদার জানান, “প্রায়ই সন্ধ্যার পর সন্দেহজনক লোকজন ঘোরাফেরা করে। ভয়ে দোকান আগেই বন্ধ করে দিতে হয়।”
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত পুলিশি নজরদারি বাড়ানো, পর্যাপ্ত লাইটিং ও সিসিটিভি স্থাপনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ কামনা করেছেন তারা।