ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুবি ইউট্যাবের শোক প্রকাশ

প্রতিবেদক
নিউজ ভিশন
৩১ ডিসেম্বর ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ

Link Copied!

কুবি প্রতিনিধি :
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট।


‎গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউট্যাব কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা প্রকাশ করা হয়।


‎শোকবাণীতে জানানো হয়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আজীবন গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় নিরলসভাবে সংগ্রাম করেছেন। আপসকামিতার ঊর্ধ্বে থেকে স্বৈরতন্ত্র ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর দৃঢ় ও সাহসী অবস্থান তাঁকে ইতিহাসে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি ছিলেন জাতির অভিভাবক, জাতীয় ঐক্যের প্রতিক এবং সংকটকালে জনগণের আশ্রয়স্থল।

‎শোক বার্তায় আরো জানানো হয়, রাষ্ট্র পরিচালনায় তাঁর দূরদর্শিতা, দেশপ্রেম, আত্মত্যাগ ও নেতৃত্বগুন দেশকে বহু চরম ক্রান্তিকাল অতিক্রম করতে সহায়তা করেছে। দল-মত নির্বিশেষে তিনি ছিলেন সকলের শ্রদ্ধার পাত্র এবং জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর রাজনৈতিক জীবন শুধু ক্ষমতার জন্য নয়, বরং আদর্শ, ত্যাগ ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশ, গণতন্ত্র ও জনগনের জন্য তাঁর আজীবন সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে চিরস্মরনীয় হয়ে থাকবে।

‎ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট মনে করেন তাঁর রেখে যাওয়া আদর্শ, সাহসীকতা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে, যা জাতিকে সত্য, ন্যায় ও গণতন্ত্রের পথে এগিয়ে যেতে শক্তি জোগাবে। পরিশেষে ইউট্যাব মহান আল্লাহর নিকট বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন যাতে আল্লাহ্ উনাকে ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং লক্ষ-কোটি রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।


‎ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত শোকবাণীতে মরহুমার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়

‎উল্লেখ্য, সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০ (ডিসেম্বর) সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেন।

আরও পড়ুন

লবণ বহনকারী পানিতে বেহাল দশা; কবি নুরুল হুদা সড়ক

চকরিয়ায় জমি বিরোধের জের; যুবদল নেতাকে হত্যা

দুঃখিনী দেশমাতা জেন-জি আপনাকে মিস করবে ভীষণ

না ফেরার দেশে চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি চাকসু ভিপি ইব্রাহিম রনি, সেক্রেটারি পারভেজ

‎সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী এড. ইয়াসীন খানের মনোনয়নপত্র জমা ‎

চকরিয়ায় বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক ঔষধ জব্দ

ইনসাফের দেশ গড়তে চান এনসিপি নেতা কক্সবাজারের খালেদ

‎সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি’র দলীয় প্রার্থী কয়ছর এম আহমেদ ‎

বাইউস্ট আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ইতিহাস গড়ল আইন বিভাগ

আগামীকালের কর্মসূচি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ