তানবীরুল ইসলামঃ কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাস্টার সিরাজ আহমেদের জানাজা নামাজ আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএইচ সালাহ উদ্দিন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম ও সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
মরহুম মাস্টার সিরাজ আহমেদ আজীবন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে চকরিয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।