নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেছেন,বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে জীবিত নেই। কিন্তু তার মৃত্যুর পর এ দেশের মানুষের মাঝে,সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের অন্তরে তিনি স্হান পেয়েছেন। তিনি এ দেশের নির্যাতিত,নিপীড়িত সকল মানুষের দোয়া পেয়েছেন। সারা বিশ্বে এ পর্যন্ত সর্ববৃহৎ জানাজা তার কপালে নসীব হয়েছে। সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এই সংগ্রাম করতে গিয়ে তিনি তার সন্তান হারিয়েছে,স্বামী হারিয়েছে। তিনি তার রাজনৈতিক জীবনে পুরোটা সময় মানুষের অধিকার আদায়ের লড়াই করেছেন। আদায় করেছেন এ দেশের মানুষের ভোটের অধিকার। এ দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব তার আন্দোলন সংগ্রামের মাধ্যমে সুদৃঢ় হয়েছে। বিনিময়ে তিনি পেয়েছেন এ দেশের মানুষের ভালবাসা এবং আস্হা। আমরা আজীবন তার অবদান শ্রদ্ধার সাথে সাথে স্বরণ করব। যতদিন এ দেশ থাকবে ততদিন এ দেশের মানুষ বেগম খালেদা জিয়ার ত্যাগ কে শিকার করবে এবং মূল্যায়ন করবে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৪ টায় রামপুর মিছবাহুর উলুম মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,তিনি আজ আমাদের মাঝে নেই। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। শুধু মাত্র নির্বাচন কে কেন্দ্র করে নয়। সব সময়ের জন্য। এই শোক কে শক্তিতে পরিণত করেই বাংলাদেশ কে,এই জাতিকে বিনির্মানে,সুদৃঢ় ভাবে এগিয়ে নেয়ার কাজে নিজেদের কে নিয়োজিত করতে হবে।
রামপুর মিছবাহুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মৌলানা আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী,সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু,সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।