ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে সামিয়া নীলা: AFMC ক্যাডেট হিসেবে এমবিবিএস কোর্সে ভর্তি সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জানুয়ারি ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

Link Copied!

Oplus_131072

সিলেট শিক্ষা বোর্ডের কৃতী শিক্ষার্থী সামিয়া বিনতে মাহবুব নীলা চলতি বছর ঢাকার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে,ঢাকা ক্যান্টনমেন্ট -এ ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষে MBBS কোর্সের ১ম বর্ষে AFMC Cadet হিসেবে ভর্তি হয়েছেন। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে কলেজে ভর্তি হয়ে একজন AFMC Cadet হিসেবে তাঁর চিকিৎসাশিক্ষা জীবন শুরু করেন।

সামিয়া বিনতে মাহবুব নীলা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার সংলগ্ন তেতইগাঁও গ্রামের সন্তান। তাঁর পিতা মো. মাহবুব আলী সিলেট শহরে সরকারি চাকুরিরত (সিওমেকহা) এবং মাতা জুবেদা বেগম একজন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে সামিয়া দ্বিতীয়। তাঁর বড় ভাই বর্তমানে এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছোট বোন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবম শ্রেণিতে অধ্যয়নরত। তিন ভাই-বোনের জন্ম ও বেড়ে ওঠা সিলেট শহরেই।

ছোটবেলা থেকেই সামিয়া পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী ও মনোযোগী। বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষাগুলোতে তিনি প্রায়ই প্রথম কিংবা দ্বিতীয় স্থান অর্জন করতেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তাঁর সাফল্য ছিল ধারাবাহিক। তিনি পিইসি, এসএসসি ও এইচএসসি—তিনটি পরীক্ষাতেই জিপিএ-৫ অর্জন করেন এবং ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন। কোভিড-১৯ পরিস্থিতির কারণে জেএসসি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত না হলেও তাঁর মেধার ধারাবাহিকতা অব্যাহত ছিল।

 

২০২৩ সালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট থেকে এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ পেয়ে ৯৬ শতাংশ নম্বর অর্জন করে তিনি সিলেট শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন। পরবর্তীতে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ পেয়ে ৯৩ শতাংশ নম্বর অর্জন করে তিনি সিলেট বোর্ডে পঞ্চম স্থান অর্জন করেন।

পড়াশোনার পাশাপাশি সামিয়া বিভিন্ন কো-কারিকুলার কার্যক্রমেও সমানভাবে সক্রিয় ছিলেন। চিত্রাঙ্কন, বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতা এবং বিভিন্ন বিজ্ঞানভিত্তিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন।

শৈশবকাল থেকেই তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টরস কোয়ার্টার এলাকায় বেড়ে ওঠেন। চারপাশে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের জীবনধারা দেখে ধীরে ধীরে তাঁর মনে জন্ম নেয় একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন। সেই লক্ষ্যকে সামনে রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে তিনি নিবিড়ভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেন।

বাবা-মা ও শিক্ষকদের দোয়া ও উৎসাহে তিনি এমবিবিএস ও বিডিএস—উভয় ভর্তি পরীক্ষাতেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে (বিডিএস) এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে (এমবিবিএস) ভর্তির সুযোগ লাভ করেন। পরবর্তীতে এমবিবিএস কোর্সে অধ্যয়নের জন্য তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজকেই চূড়ান্তভাবে বেছে নেন।

মেয়ের সাফল্য প্রসঙ্গে সামিয়ার বাবা মো. মাহবুব আলী বলেন, সামিয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মনোযোগী ছিল। আমরা কখনো তাকে অতিরিক্ত চাপ দিইনি, শুধু সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে বলেছি। আল্লাহর রহমত, শিক্ষকদের দোয়া এবং তার নিজের পরিশ্রমেই আজ সে এই জায়গায় পৌঁছেছে। একজন আদর্শ ও মানবিক চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করবে—এই দোয়াই করি।

নিজের অনুভূতি প্রকাশ করে সামিয়া বিনতে মাহবুব নীলা বলেন, ডাক্তার হওয়ার স্বপ্নটা ছোটবেলা থেকেই ছিল। বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা আমাকে সবসময় সাহস জুগিয়েছে। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি হতে পারাটা আমার জন্য অনেক গর্বের। ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

সিলেট বোর্ডের এই কৃতী শিক্ষার্থীর সাফল্য কমলগঞ্জসহ পুরো সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে উঠেছে।

আরও পড়ুন

পুলিশ অফিসারের বিরুদ্ধে মাদক সিন্ডিকেটর পরিকল্পিত মিডিয়া ট্রায়াল’ নেপ্যথে প্রতিহিংসার অভিযোগ

‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুবি ইউট্যাবের শোক প্রকাশ

অনাথ শিশুদের গায়ে উষ্ণতার ছোঁয়া দিলেন ইউএনও শাহীন দেলওয়ার

অবৈধ অস্ত্র দমনে অভিযান শুরু হবে: শাহীন দেলোয়ারের ঘোষণা

মাদারীপুরে আধিপত্য দ্বন্দ্বে ককটেল বিস্ফোরণ ও দোকানপাট ভাঙচুর

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন: কারাদণ্ড ও অর্থদণ্ড

লবণ বহনকারী পানিতে বেহাল দশা; কবি নুরুল হুদা সড়ক

চকরিয়ায় জমি বিরোধের জের; যুবদল নেতাকে হত্যা

দুঃখিনী দেশমাতা জেন-জি আপনাকে মিস করবে ভীষণ

না ফেরার দেশে চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি চাকসু ভিপি ইব্রাহিম রনি, সেক্রেটারি পারভেজ