ঢাকাসোমবার , ১২ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার

প্রতিবেদক
MD. RAFIQUL ISLAM
১২ জানুয়ারি ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ

Link Copied!

বাইউস্ট ইউনিভার্সিটি প্রতিনিধি:

বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আঞ্চলিক ভূ-রাজনীতি এবং দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব ও আধিপত্য মোকাবিলায় কৌশলগত অবস্থান নির্ধারণের ওপর একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা-এর আইন বিভাগের উদ্যোগে এবং BAIUST Law Club-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সেমিনারটি আয়োজন করা হয়। দুপুর ১২টায় শুরু হওয়া সেমিনারের শিরোনাম ছিল “The Foreign Policy of Bangladesh: Navigating Indian Hegemony and Regional Dynamics”।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্ট আইন বিভাগের প্রভাষক মোঃ শামীম আহমেদ। তিনি বলেন, “আজকের এই সেমিনার কোনো আবেগনির্ভর রাজনৈতিক আলোচনার জায়গা নয়; বরং এটি একটি বাস্তববাদী, একাডেমিক ও কৌশলগত আলোচনার ক্ষেত্র, যেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও কূটনৈতিক ভারসাম্য নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ রয়েছে।”

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক বাস্তবতায় ভারত একটি প্রভাবশালী শক্তি। এই বাস্তবতাকে অস্বীকার না করে, আবার একতরফা নির্ভরশীলতায় আবদ্ধ না হয়ে, কৌশলগত বুদ্ধিমত্তার মাধ্যমে বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।
তিনি ব্যাখ্যা করেন, “Navigating Indian Hegemony” বলতে ভারতের আঞ্চলিক প্রভাবকে অস্বীকার করা নয়; বরং সেই বাস্তবতাকে স্বীকার করে ভারসাম্যপূর্ণ কূটনীতি ও বহুমুখী অংশীদারত্বের মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণ করাই এর মূল লক্ষ্য।

কী-নোট স্পিকার অধ্যাপক ড. সাব্বির আহমেদ তাঁর বক্তব্যে বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য শুধু সামরিক বা অর্থনৈতিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সাংস্কৃতিক প্রভাব, কূটনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম এবং আঞ্চলিক narrative নিয়ন্ত্রণের মাধ্যমেও তা প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ভারতের বলিউড, হিন্দি ভাষা, গণমাধ্যম ও ইতিহাস ব্যাখ্যার প্রভাবের ফলে দক্ষিণ এশিয়ায় একটি সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে, যা অনেক ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রগুলোর নিজস্ব পরিচয়কে প্রান্তিক করে তুলছে।

ড. সাব্বির আহমেদ জোর দিয়ে বলেন, বাংলাদেশের জন্য ভারতের আধিপত্য মোকাবিলা মানে সামরিক প্রতিদ্বন্দ্বিতা নয়; বরং একটি সুপরিকল্পিত counter-hegemonic strategy গড়ে তোলাই হতে পারে কার্যকর পথ।

সেমিনারে তিস্তা নদী ইস্যুকে শুধু পানিবণ্টনের প্রশ্ন হিসেবে নয়; বরং ন্যায্যতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক সমতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক ভারসাম্য এবং জাতীয় স্বার্থ রক্ষার কৌশল নিয়েও আলোচনা হয়।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা পররাষ্ট্রনীতি, বাংলাদেশ–ভারত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। বক্তারা এসব প্রশ্নের উত্তর দেন।

সেমিনারের সমাপনী বক্তব্যে বাইউস্ট আইন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. নায়ীম আলীমুল হায়দার বলেন, এই আয়োজন কেবল একটি আলোচনা সভা নয়; বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে একাডেমিক চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বাইউস্ট বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. রমা ইসলাম বলেন, “The Foreign Policy of Bangladesh: Navigating Indian Hegemony and Regional Dynamics” শীর্ষক এই সেমিনার বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আঞ্চলিক রাজনীতি এবং কৌশলগত ভারসাম্য বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে। আইন শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের সমন্বয়ে আয়োজিত এই সেমিনার শিক্ষার্থী ও গবেষকদের জন্য চিন্তন-উদ্রেককারী ও দিকনির্দেশনামূলক আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোসাম্মাৎ রেজওয়ানা করিম, বাইউস্ট ল’ ক্লাবের সহ-উপদেষ্টা ও সহকারী অধ্যাপক দীপান্বিতা কুন্ডু রুমকি এবং তানজিলা তামান্না। এ ছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে বাইউস্ট প্লাজায় একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাইউস্ট ল’ ক্লাবের মুটিং সম্পাদক মাসুমা জাহান। সেমিনারটি সফলভাবে আয়োজন করতে সার্বিক সহযোগিতা করে বাইউস্ট ল’ ক্লাব।

আরও পড়ুন

জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে শীগ্রই; এনসিপির আহ্বায়ক নাহিদ

আওয়ামীলীগের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বা গ্রেফতার করা হলে, হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির প্রার্থী হারুনুর রশীদ

মানারাত কলেজে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট অনুষ্ঠিত

প্রশ্নফাঁস: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হোক

মৌলভীবাজারের কৃতি সন্তান মহসিনা রহমানের মেডিকেল ভর্তি অর্জন

শিক্ষণের বৃদ্ধাশ্রম পরিদর্শন ও প্রবীণ-শিশুদের জন্য মানবিক সহায়তা প্রদান

‎খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুবি শাখা ছাত্রদলের কম্বল বিতরণ ‎

ধরার উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি প্রার্থী মুন্সির আবেদন।

শহীদ ফোরকান স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন

ভারতের দালালরা যা কখনো চাইবে না

চকরিয়া দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন