{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করেছে চকরিয়া উপজেলা সমাজসেবা অফিস।
১১ জানুয়ারী (রবিবার) বিকাল ৪টায় উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী। তিনি গণভোটের উদ্দেশ্য, প্রক্রিয়া ও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য।
তিনি আরও বলেন, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের উচিত ভোটাধিকার প্রয়োগ করা এবং অন্যদেরও ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করা।
উঠান বৈঠক শেষে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।