ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষককের বিরুদ্ধে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৯ পূর্বাহ্ণ

Link Copied!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মহিলা মাদ্রাসা পড়ুয়া ৯ বছরের এক  শিশু ছাত্রীকে ধর্ষণের  অভিযোগ উঠেছে তারই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 

এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক পলাতক থাকায় ক্ষিপ্ত হয়ে মাদ্রাসায় ভাংচুর করেছে ভুক্তভোগীর স্বজনেরা। 

ঘটনাটি ঘটেছে  ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২নং আখানগর ইউনিয়নের ফেলানপুর হাজীপাড়া মহিলা হাফেজিয়া মাদ্রাসায়।

জানা যায়, আখানগর ইউনিয়নের ফেলানপুর  গ্রামের ঐ মাদ্রাসায় গত ২১ সেপ্টেম্বর রবিবার  সকালে ক্লাস বিরতির ফাঁকে কৌশলে প্রতিষ্ঠানের রান্না ঘরে নিয়ে মুখ চেপে ধরে  নির্যাতন চালায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক আবু তালেব । পরে বিষয়টি অত্র মহিলা মাদ্রাসার সকল শিক্ষার্থী জানতে পারলে প্রধান শিক্ষক আবু তালেব ছাত্রীদের ডেকে বইয়ের উপরের হাত রেখে শপদ করায় কাউকে না বলার জন্য। 

কিন্তু সত্য চাপা না থেকে  মেয়েটি তার মাকে বিষয়টি জানালে গত সোমবার রাতে বিষয়টি জানার জন্য শিশু শিক্ষার্থীর বাবা মা মাদ্রাসায় যায় কিন্তু মাদ্রাসা গিয়ে প্রধান শিক্ষককে না পেয়ে ফিরে আসে এবং বিষয়টি এর মধ্যে এলাকায় ছড়িয়ে পরলে আজ মঙ্গলবার ভুক্তভোগীর স্বজনেরাসহ এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে সেই মাদ্রাসা ভাংচুর চালায়। 

এই বিষয়ে ভুক্তভোগী শিশু শিক্ষার্থী সোনালী আক্তার (ছদ্ম নাম) জানায় হুজুর আবু তালেব আমাকে কাজের জন্য রান্না ঘরে নিয়ে যায় আর সেখানে গিয়ে আমাকে জোর করে হাত পা মুখ বেধে কাপড় খুলে এই নির্যাতন চালাই আর নির্যাতনের বিষয়টি যেনো কাউকে না বলি তাই অনেক ভয়ভীতি দেখায় সে সাথে একটা বইয়ের উপরে শপথ করায়। কিন্তু পেট ও মাথা অনেক ব্যাথা করাই আমি মাকে হুজুরের কথা বলি।

অভিযুক্ত  মাদ্রাসার প্রধান শিক্ষক আবু তালেব সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এই বিষয়ে শিশুটির মা চায়না বেগম বলেন, আমি মাদ্রাসায় আমার মেয়ে সু-শিক্ষিত করার জন্য দিছি শুধু তাই নয় যখন আমার মেয়ে মাদ্রাসায় ভর্তি করায় তখন হুজুর আবু তালেব হাতে আমার মেয়েকে তুলে দিছি যে এই মেয়ে শুধু আমার না হুজুরেরও আর সেই হুজুর এমন করলো এটা ভাবতে পারিনা। এমন ভন্ড হুজুরের ফাঁসি চাই এর সঠিক বিচার চাই। 

নির্যাতিত শিশুর বাবা মোহাম্মদ আলী আক্ষেপ করে বলেন, আমরা কোথায় বাস করি যে মাদ্রাসা প্রতিষ্ঠানে আমার মেয়ে দিছি একজন হাফেজিয়া করার জন্য আর সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেই আমার মেয়েকে এমন করলো। আমি এর বিচার চাই। অভিযুক্ত হুজুর আবু তালেবের বিষয়ে আইনী কোন পদক্ষেপ নিছে কিনা জানতে চাইলে তিনি বলেন থানায় যাচ্ছি মামলা করার জন্য। 

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম ও আইনুল হক  বলেন, ফেলানপুর হাজীপাড়া গ্রামে একটি মহিলা হাফেজিয়া মাদ্রাসা আছে আমরা জানতে পারি যে গত পরশু দিন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীকে কাজ করার নামে ডেকে নিয়ে ধর্ষণ করে আর ধর্ষণের কথা জানা জানি হলে সে অত্র মাদ্রাসা থেকে পালিয়ে যায়। তারা  আরো বলেন তালেব হুজুরের নামে ইতিপূর্বে আরো অনেক ঘটনা আছে যেমন ইসলামিক ফাউন্ডেশনের কথা বলে এলাকার প্রায় ৩০ থেকে ৩৫  জন অসহায় গরিব মানুষের কাজ থেকে জন প্রতি ১ লক্ষ ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিছে। যার বিষয়ে তার নামে থানায় অভিযোগ করা আছে। আর এর মধ্যে আবার ধর্ষণ আমরা এলাকা বাসি আইনের কাছে সঠিক বিচার দাবি জানাচ্ছি। 

অত্র মাদ্রাসার সহকারী সাবিনা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, হুজুর আবু তালেব প্রায় শিশুদের ডেকে নিয়ে অফিসে হাত পা শরীর মেসেজ করে নিতো যেটা আমি একজন শিক্ষক হয়ে আমার ভালো লাগতো না। কিন্তু আবু তালেব হুজুর এই মাদ্রাসার  প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক তাই কিছু বলতে পারতাম ন।  তবে বিষয়টি আমি হুজুরে বউয়ের মাধ্যমে বুঝতে পারছিলাম আর সেটা আরো ভালো ভাবে বুঝতে পারলাম শিক্ষার্থীদের মাধ্যমে। এটা সকল শিক্ষকদের জন্য লজ্জাজনক বিষয়। এমন শিক্ষকের সর্বচ্চ শাস্তি হওয়ার প্রযোজন।

এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে.এম  নাজমুল কাদের জানান এ ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবার থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

77 Views

আরও পড়ুন

সুমুদ ফ্লোটিলায় থেকে পাকিস্তানের জামায়াত নেতাকে আটক করলো ইসরায়েল

এন্টি নারকোটিকস টাস্কফোর্স তালিকাভূক্ত আসামী আবু তৈয়ব প্রকাশ বাবর গ্রেফ*তার

আ’লীগ নেতার জামিন নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে পিপি আব্দুল মান্নানের সংবাদ সম্মেলন

রাজৈরে তরমুজবাহী পিকআপ ছিনতাই, ১৩ ডাকাত আটক

কালকিনি ও ডাসারে পূজামণ্ডপে জেলা প্রশাসক

পূজামন্ডপ পরিদর্শনে সুনামগঞ্জ-০৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেন

খাগড়াছড়িতে চলমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতিতে ডাকসুর উদ্বেগ প্রকাশ

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

টেকনাফের হ্নীলায় শীর্ষ মাদক সম্রাট ৭ মামলার আসামি আবু তালেব গ্রেফতার 

সরকারি প্রকল্পে অনিয়ম: মাদারীপুরে দুদকের হানা

শান্তিগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেন এর পূজামন্ডপ পরিদর্শন