শামীম পারভেজ – রাজশাহী থেকেঃ
ভোলার বোরহানউদ্দীনে ফেসবুকে হিন্দু যুবক কর্তৃক ইসলাম অবমাননার প্রতিবাদে তৌহিদি জনতার মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল কলেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার দুপুরে নগরীর জিরোপয়েন্টে রাজশাহী জেলা ও মহানগর শাখা হেফাজতে ইসলামের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিকেল তিনটার দিকে নগরীর জিরোপয়েন্টে অবস্থি বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। বিক্ষোভ মিছিল থেকে
বক্তারা বলেন, মানুষ ইসলাম অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করতেই পারে। কিন্তু পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। গুলিতে কয়েকজন নিহত হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ইসলাম অবমাননাকারী হিন্দু যুবককে গ্রেফতার করে শাস্তির দাবি জানান। মিছিলে, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর রাজশাহী জেলা ও মহানগরী শাখার নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।