............
দেবী দূর্গা বেড়াতে গিয়েছে আবার আসবে
তার চির আপন নীড়ে,
তুমি দেবী সেই যে কোথায় গেলে কবে
আসলে না তো আর ফিরে,
একবিন্দু জলে জমে থাকা এক সিন্ধু প্রেম
শুষে নিতে!
শোননি বুঝি নিদ্রাহীন প্রভাতের ডাক
কারুকার্যখচিত কান পেতে?
সন্ধ্যায় ফিরে আসে পাখি,
ফিরে আসে কৃষক, কৃষাণীর ডাকাডাকি।
ফিরে যায় যত বর্ষার জল,
হাজার বছরের পুরোনো পাথরটাও হয়ে যায়
কোমল।
বন্ধুর মতো হলেও আরো দুঃখের বন্যা দিতে
খোলে দাও ফারাক্কার বাঁধ,
আরো একবার চিরকালের জন্য নাহয় -
চরম দুঃখ হোক আমার কালো চাঁদ।
---------
©কাজী মিঞা,
ঢাকা বিশ্ববিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০