মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ২ ঘটিকায় উপজেলা জয়কলস ইউনিয়নের অন্তর্গত সাংহাই হাওরের উত্তর-পূর্বপ্রান্তে অবস্হিত নবীন খালি ক্লোজারটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, ইউপি সদস্য সবুজ মিয়া, উপজেলা বিএনপি নেতা মোঃ জহির উদ্দিন, কৃষক প্রতিনিধি মোঃ নুরুল হক,সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোরশেদ আহমদ হৃদয়, উপজেলা যুবদল নেতা মোফাসসির আহমদ রিয়াদ, নাইমুর রহমান রেজুয়ান সহ প্রমুখ
অপরদিকে, বিকাল আড়াইটায় জয়কলস নিবাসী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিকলাল চক্রবর্তী সহ বিভিন্ন গ্রাম্য রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় তিনি দৃষ্টি প্রতিবন্ধী সমীরন বিশ্বাস এর বাসস্থান পরিদর্শন করে পরিবারের সদস্যদের সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও প্রধান শিক্ষক মানিকলাল চক্রবর্তী সহ অনেকেই উপস্হিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০