নিজস্ব প্রতিবেদকঃ "রক্তের বাঁধনে গড়ি ঐক্য" স্লোগানে
কক্সবাজারের চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
[caption id="attachment_123214" align="aligncenter" width="300"] oplus_1024[/caption]
২১ মার্চ (শুক্রবার) দুপুর ২টায় সংগঠনের উপদেষ্টা ডাঃ প্রণব দাশের সভাপতিত্বে ও সদস্য আব্দুল্লাহ আস সায়েমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ,
কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটির প্রতিনিধি রিদুয়ান হোসেন, চকরিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের এডমিন আবু শামা, নূর আয়েশা খান ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ আমজাদ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সায়েদ হাসান, তারুণ্যের অভিযাত্রিক কক্সবাজারের মডারেটর রবিউল হাসান রুবেল, প্রবাল শিল্পী গোষ্ঠীর পরিচালক আবু হুরায়রা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - চকরিয়া ম্যাক্স হাসপাতালের ডেন্টিস্ট দস্তগীর বিল্লাহ সাকিব, দৈনিক বাংলাদেশের খবরের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি তৌহিদুল ইসলাম, দৈনিক আমার সংবাদের চকরিয়া প্রতিনিধি নুরুল ইসলাম সুমন, জাতীয় নাগরিক কমিটির চকরিয়া থানা প্রতিনিধি খাইরুল হাসান, বর্ন টু সার্ভের পরিচালক আনিসুল ইসলাম ফারুকী, অন্বেষণ সোশ্যাল ব্লাড ডোনারস সোসাইটির প্রতিষ্টাতা এডমিন রবিউল হাসান।
কক্সবাজারের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের এডমিন, সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।
প্রোগ্রামটি খতমে কোরআনের মাধ্যমে শুরু হয়েছে এবং টি শার্ট বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০