ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

মুসলিম বিজ্ঞানীদের নাম বিকৃতি: মুছে দেওয়া অতীত ইতিহাস

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ অপরাহ্ণ

Link Copied!

ইসলামের স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীদের অবদান ও ঈর্ষানীয় সাফল্য তৎকালীন সময়ের পুরো পৃথিবী অবলোকন করেছে যা আজ সূর্যের আলোর মতো দেদীপ্যমান। পরবর্তীতে তাঁদের সবধরনের গবেষণাকর্ম ও বইপত্র ল্যাটিনসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। তবে অনূদিত গ্রন্থগুলােতে সুপরিকল্পিতভাবে মুসলিম বিজ্ঞানীদের নামও ল্যাটিনে অনুবাদ করা হয়েছে। অথচ পৃথিবীর যেকোনাে ভাষায় কোনাে লেখকের বই বা গবেষণাকর্ম অনুবাদ করলে কেবলমাত্র বইয়ের বিষয়বস্তু অনুবাদ করা হয়, লেখকের নাম নয়।

ইউরোপীয়দের মতো লেখকের নাম অনুবাদ করার এমন অদ্ভুত উদাহরণ পৃথিবীর ইতিহাসে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর সব দেশের কবি, সাহিত্যিক, বিজ্ঞানী ও দার্শনিকদের নাম অক্ষত রেখে অনুবাদকর্ম সম্পাদন করা হলেও ইসলামের স্বর্ণযুগের মুসলিম দার্শনিক ও বিজ্ঞানীদের নাম অক্ষত রাখা হয়নি। যা সুদূরপ্রসারী পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

ল্যাটিন ভাষায় মুসলিম পণ্ডিত ও বিজ্ঞানীদের নাম বিকৃত করার এই হীন প্রচেষ্টার কথা অধ্যাপক জি. সারটন তাঁর ‘ইন্ট্রডাকশন টু দ্য হিষ্টোরি অব সায়েন্স’ বইয়ে দারুণভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, “সংক্ষেপে বলতে গেলে, অত্যন্ত দুর্বল সূত্রের উপর জোর দেওয়ায় এবং পশ্চিমা ধ্যান ধারণার প্রতি একান্তভাবে অনুগত থাকায় ইতিহাস বিশারদগণ মধ্যযুগের বৈজ্ঞানিক চিন্তাধারা সম্পর্কে আমাদেরকে পুরোপুরি মিথ্যা ধারণা দিয়েছেন। মধ্যযুগেই মুসলিম বিশ্ব শ্রেষ্ঠতম অগ্রগতি অর্জন করেছিলেন। ইতিহাসবিদরা মধ্যযুগকে ‘অন্ধকার যুগ’ হিসেবে আখ্যায়িত করার প্রচলিত ধারণাকে ভুল প্রমান না করে, বরং এই ধারণাকে আরো জোরালো করতে সক্ষম হয়েছেন। এ যুগ আমাদের বর্তমান পৃথিবীর অজ্ঞতার চেয়ে বেশি অন্ধকার ছিল না।”

এই বিষয়টি আরো পরিষ্কার ধারণা দিতে গিয়ে অধ্যাপক জি. সারটন একই গ্রন্থে বলেন, “মধ্যযুগ যে অন্ধকার যুগ নয়, তা প্রমাণ করতে মুষ্টিমেয় কিছু নাম উচ্চারণ করাই যথেষ্ঠ হবে। সমসাময়িককালে পশ্চিমা বিশ্বে তাদের সমতুল্য কেউ ছিল না। তারা হলেন, জাবির ইবনে হাইয়ান, আল-কিন্দি, আল-খাওয়ারিজমি, আল-ফরগানি, ইব্রাহিম ইবনে সিনান, হুনায়ন ইবনে ইসহাক, আল- ফারাবী প্রমুখ। কেউ যদি বলে, মধ্যযুগ ছিল অন্ধকার যুগ তবে এই নাম গুলো তার সামনে উচ্চারণ করুন। আশা করি, সে তার উত্তর পেয়ে যাবে।”

মুসলিম বিজ্ঞানীদের আরবী গ্রন্থগুলাে ইউরােপীয় ভাষায় অনুবাদ করা হলেও গ্রন্থকারের ল্যাটিন নাম দেখে বুঝার উপায় নেই যে, তারা মুসলমান। প্রত্যেক মুসলিম গ্রন্থকারের নাম আরবীতে দীর্ঘ হলেও ল্যাটিন ভাষায় তাদের নাম দেওয়া হয়েছে একটি মাত্র শব্দে।

বিকৃত করা কয়েকজন মুসলিম বিজ্ঞানীর নাম:

১. ইবনে সিনা: চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনার পুরাে নাম আবু আলী আল-হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। কিন্তু ল্যাটিন ভাষায় তাঁর নাম বিকৃতি করে রাখা হয়েছে ‘এ্যাভিসিনা’ (Avicenna)।

২. আল-খাওয়ারিজমি: বীজগণিতের জনক আল-খাওয়ারিজমির পুরো নাম আবু আবদুল্লাহ মােহাম্মদ ইবনে মুসা আল-খাওয়ারিজমি। ল্যাটিন ভাষায় তাঁর নাম বিকৃতি করে রাখা হয়েছে ‘গরিটাস’ বা ‘এলগােরিজম’ (Algorism)।

৩. ইবনে বাজ্জাহ: প্রখ্যাত জ্যোতির্বিদ, যুক্তিবিদ, দার্শনিক, পদার্থবিদ, মনোবিজ্ঞানী ইবনে বাজ্জাহর পুরাে নাম আবু বকর মুহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে আস-সাইগ আত-তুজিবি ইবনে বাজ্জাহ। কিন্তু ল্যাটিন ভাষায় তাঁর বিকৃত নাম ‘অ্যাভামপেস’ (Avempace)।

৪. আল-ফরগানি: নবম শতাব্দীর খ্যাতনামা মুসলিম জ্যোতির্বিজ্ঞানী আল-ফারগানির পুরো নাম আবুল আব্বাস আহমাদ ইবনে মোহাম্মাদ ইবন কাসির আল-ফারগানি। কিন্তু ল্যাটিন ভাষায় তাঁর নাম ‘আলফ্রাগানাস’ (Alfraganus)। চাঁদের আগ্নেয়গিরির জ্বালামুখ আলফ্রাগানুস এর নামকরণ তাঁর নামেই করা হয়েছে।

৫. আল-ইদ্রিসী: পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কনকারী ও মুসলিম ভূগোলবিদ আল-ইদ্রিসীর পুরো নাম আবু আবদুল্লাহ মােহাম্মদ ইবনে মােহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইদ্রিস আল-শরীফ আল-ইদ্রিসী। কিন্তু ল্যাটিন ভাষায় তাঁর নাম ‘দ্রেসেস’ (Dreses) নামে পরিচিত।

৬. জাবির ইবনে হাইয়ান: শুধুমাত্র চিকিৎসা বিষয়ের উপর ৫০০ গ্রন্থের প্রণেতা পৃথিবীর শ্রেষ্ঠ রসায়নবিদ তথা রসায়ন বিজ্ঞানের জনক জাবির ইবনে হাইয়ানের পুরো নাম আবু আবদুল্লাহ জাবির ইবনে হাইয়ান। কিন্তু ল্যাটিন ভাষায় তাঁর বিকৃত নাম ‘জেবার’ (Geber)।

৭. আল-কিন্দি: কুরআন, হাদিস, ফিক্বাহ, ইতিহাস, দর্শন, ভাষাতত্ত্ব, রাজনীতি, গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা প্রভৃতি নানা বিষয়ের বিশারদ আল-কিন্দির পুরো নাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি। যিনি আল-কিন্দি নামেই পরিচিত। কিন্তু ল্যাটিন ভাষায় তাঁর নাম ‘আলকিন্ডাস’ (Alkindus)।

৮. আল-বাত্তানী: সৌরবর্ষ নির্ণয়ে আল-বাত্তানী সর্বাধিক পরিচিত। তিনিই প্রথম নির্ভুলভাবে পরিমাপ করে দেখিয়েছেন যে, এক সৌর বৎসরে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৬ মিনিট ২৪ সেকেন্ড হয়, যার সাথে আধুনিক পরিমাপের পার্থক্য মাত্র ২ মিনিট ২২ সেকেন্ড কম। এছাড়াও ত্রিকোণমিতির সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট ইত্যাদির ধারণাও তিনি দিয়েছেন। এমনকি সূর্য ও চন্দ্র গ্রহণ নিয়ে টলেমি যে মতবাদ ব্যক্ত করেছিলেন, আল-বাত্তানি তা থেকেও নির্ভুল তথ্য প্রদান করেন। তার পুরো নাম ছিলেন মুহাম্মদ ইবনে জাবির ইবনে সিনান আল রাক্কি আল হারানী আস সাবী আল-বাত্তানী। কিন্তু ল্যাটিন ভাষায় তাঁর পরিচয় ‘আল-বাতেজনিয়াজ’, ‘আল বাতেজনি’, ‘আল-বাতেনিয়াজ’ ইত্যাদি নামে।

৯. আবু বকর আল রাজী: আবু বকর মুহম্মদ ইবনে যাকারিয়া আল রাজীর নাম কে না জানে। তিনি একাধারে একজন পদার্থবিদ, রসায়নবিদ, দার্শনিক এবং চিকিৎসা বিজ্ঞানী। তিনি প্রায় ২০০ এর মতো গ্রন্থ রচনা করেন, যার শ’খানেকই চিকিৎসা শাস্ত্রের ওপর। তবে তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে ‘আল জুদায়ী ওয়াল হাসবাহ’ নামক গ্রন্থটি। ইংরেজি ভাষাতেই ১৪৯৮ থেকে ১৮৬৬ সাল পর্যন্ত এই গ্রন্থখানা মোট চল্লিশবার মুদ্রিত ও প্রকাশিত হয়েছে। তিনি ‘কিতাব আল মনসুরী’ নামে দশ খণ্ডে একটি বিরাট চিকিৎসা গ্রন্থও প্রণয়ন করেন। সালফিউরিক এসিডের আবিষ্কারক এই মহান চিকিৎসা বিজ্ঞানীর নাম ইউরোপীয়রা ল্যাটিন ভাষায় বিকৃত করেছে ‘রাজেস’ বা ‘রাজিজ’ নামে।

১০. ইবনে রুশদ: যার পুরো নাম আবুল ওয়ালিদ মুহম্মদ ইবনে আহ্‌মদ ইবনে রুশদ। তিনি ইবনে রুশদ নামে বেশী পরিচিত। তিনি একজন আন্দালুসীয়ান (স্পানিস) মুসলিম বিজ্ঞানী। তিনি একাধারে ইসলামিক দার্শনিক, ইসলামিক ধর্মতত্ত্ববিদ, যুক্তিবিদ, ভূগোলবিদ, জ্যোতির্বিদ, গণিতবিদ, পদার্থবিদ ছিলেন। তাঁর নাম পাশ্চাত্য গ্রন্থসমূহে বিকৃত করে রাখা হয়েছে ‘এভেরুশ’ (Averroes) নামে।

১১. আল-ফারাবী: দ্বিতীয় শিক্ষক খ্যাত প্রখ্যাত মুসলিম পদার্থবিজ্ঞানী, যুক্তিবিদ, মনোবিজ্ঞানী, দার্শনিক, সমাজবিদ, মহাকাশবিদ আবু নসর মুহম্মদ বিন মুহম্মদ আল ফারাবী। পদার্থ বিজ্ঞানে তিনিই প্রথম ‘শূন্যতা’র অবস্থান প্রমাণ করেছিলেন। কিন্তু ল্যাটিন ভাষায় তাঁর নাম বিকৃত করে রাখা হয়েছে ‘আল ফারাবিয়াস’।

১২. হাসান ইবনুল হায়সাম: আধুনিক আলোকবিজ্ঞানের জনক প্রখ্যাত পদার্থবিদ, জ্যোতির্বিদ, প্রকৌশলী, গণিতবিদ, চিকিৎসাবিদ, চক্ষু বিশেষজ্ঞ, দার্শনিক, মনোবিজ্ঞানী আবু আলি হাসান ইবনে হাসান ইবনে হায়সাম। কিন্তু ল্যাটিন ভাষায় তাঁর নাম বিকৃত করে রেখেছে ‘আল হ্যাজেন’ (Alhazen)।

১৩. ইমাম গাজ্জালী: পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ তথা বিশ্বাসের পুনরুজ্জীবনকারী ‘হুজ্জাতুল ইসলাম’ আবু হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ তুসী আল-গাজ্জালী ছিলেন একাধারে একজন প্রভাবশালী ধর্মতত্ত্ববিদ, দার্শনিক, আইনবিদ, যুক্তিবিদ মহাকাশবিদ, মনোবিজ্ঞানী। মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ এই দার্শনিকের নাম ল্যাটিন ভাষায় বিকৃতি করে রাখা হয়েছে ‘আল গ্যাজেল’।

শুধু ইবনে সিনা, আল-খাওয়ারিজমি, ইবনে বাজ্জাহ, আল-ফরগানি, আল-ইদ্রিসী, জাবির ইবনে হাইয়ান, আল-কিন্দি কিংবা আল-বাত্তানী নয়, বলতে গেলে সব মুসলিম বিজ্ঞানীদের নাম ল্যাটিন ভাষায় অনুবাদের নাম করে সুপরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছে। আরো আছেন আবু বকর আল-রাজী, ইবনে রুশদ, আল-ফারাবী, হাসান ইবনুল হায়সাম, ইমাম গাজ্জালী প্রমুখের নাম।

মুসলিম বিজ্ঞানীদের শুধু নামের বিকৃতি নয়, খােদ তাদের পরিচয় নিয়েও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাদের কারাে কারাে ক্ষেত্রে বলা হচ্ছে, তারা আদৌ মুসলমান নন, জরােস্ত্রীয় অথবা ইহুদী কিংবা ইউরােপীয়। রসায়নের জনক জাবির হাইয়ান এমন এক অপপ্রচারের শিকার। ইউরােপের কোনাে কোনাে ঐতিহাসিক দাবি করছেন, জাবির ইবনে হাইয়ান ছাড়া আরেকজন জাবির ছিলেন। তার নাম ‘জিবার’ এবং এ জিবার হলেন ইউরােপীয়।

বীজগণিতের জনক আল-খাওয়ারিজমি সম্পর্কেও অনুরূপ কথা বলা হচ্ছে। কোনাে কোনাে ঐতিহাসিক তাকে জরােস্ত্রীয় হিসাবে দাবি করছেন। খাওয়ারিজমির বিপরীতে আরেকজন ‘খাওয়ারিজমি’র অস্তিত্ব আবিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে দ্বিতীয় খাওয়ারিজমি হলেন গণিতে প্রথম শূন্য ব্যবহারকারী।
পৃথিবীর ব্যাস নির্ণয়কারী আলফরগানিও ষড়যন্ত্রের শিকার। তার পরিচয় নিয়ে ধুম্রজাল সৃষ্টি করে বলা হচ্ছে, ফরগানি হলেন দু’জন।

এমনি আরাে কতভাবে জ্ঞান-বিজ্ঞানে মুসলমানদের অবদান অস্বীকার অথবা তাদের অবদানকে খাটো করার হীন চক্রান্ত চালানাে হচ্ছে তার শেষ নেই। আমরা সবাই একনামে কোপার্নিকাস, গ্যালিলিও ও নিউটনের মতাে ইউরােপীয় বিজ্ঞানীদের চিনি। চিনি না কেবল তাদের গুরু ইবনে বাজ্জাহ, ইবনে রুশদ অথবা নাসিরুদ্দিন তুসিকে। আমরা না চিনলেও ইতিহাস থেকে তারা হারিয়ে যাবেন না। বিজ্ঞান যতদিন টিকে থাকবে মুসলিম বিজ্ঞানীরাও ততদিন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন।

আলী ওসমান শেফায়েত
লেখক: শিক্ষক ও গবেষক
কুতুবদিয়া, কক্সবাজার
ইমেইল: aliosmansefaet@gmail.com

918 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা পটিয়ায় বৃদ্ধ নিহত

দোয়ারাবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতকালে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স