ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা
  3. বিশেষ সংবাদ

সুনামগঞ্জের কুস্তি খেলার দুই সংগঠনের মীমাংসা বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ২:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ সদর উপজেলার কুস্তি খেলা নিয়ে দুই সংগঠনের ঝামেলার মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে আলোচনা সভায় মিডিয়া ব্যক্তিত্ব অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুজ আলীর সভাপতিত্বে ও আব্দুস সাত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বাচ্চু এর সঞ্চালনায় বৈঠকে উপস্হিত ছিলেন সিরাজুল ইসলাম পলাশ, ইকবাল হুসেন, মিসবাহ উদ্দিন রুমি, মশিউর রহমান রাসেল, মাস্টার আতাউর রহমান।

আদিবাসী কৃতিত্বটা ধরে রাখতে কবি সহিদ মিয়া “একাগ্রচিত্তে তাকান” কাব্যগ্রন্থ থেকে প্রমাণিত হয় যে,এই অঞ্চলে দীর্ঘকাল থেকে কুস্তি খেলা চলে আসছে। সেই কুস্তি খেলাকে লক্ষ্য করে লক্ষ লক্ষ জনতা এই খেলা খেলে থাকেন। স্থানীয় জনতা এই খেলাকে কেন্দ্র করে বিগত ৭ বছর পূর্বে বিভিন্ন অনিয়ম নিয়ে বিভিন্ন সময় গ্রামে গ্রামে ঝগড়ায় লিপ্ত হয়ে যেতো। সেই সূত্রে স্থানীয় কিছু সাবেক খেলোয়াড় একটি কমিটি গঠন করে কমিটির নাম দিলেন ভাটি বাংলা ফেডারেশন। সভাপতি সাধারণ সম্পাদক নিযুক্ত করে এতে যাচাই-বাছাই করে ৫৭টি টিম স্থান পায় এবং যাচাই-বাছাই করে আমিন নিয়োগ হয়। সংগঠনের মেয়াদ ছিলো দুই বছর স্থানীয় জনতার মন মানসিকতা ভালো তাই ক্যাশিয়ার নিয়োগ হয়নি। প্রতি টিম থেকে ৩০০০ টাকা করে তোলা ও বিভিন্ন অনিয়মে জরিমানা আদায় করা হয় বিভিন্ন টিম থেকে। বিগত এক বছর পূর্বে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম কুস্তি খেলার নামে একটি বিভাজন ঘটে। সেই বিভাজনে শাহানুরের সভাপতিত্বে ১৬ টি টিমের নাম দেন এসোসিয়েশন। নতুন বছরের সূচনার পূর্বে ফেডারেশনের কয়েকজন সদস্যর উপস্থিতিতে সভাপতি নুরুল হক ওই টিমগুলোকে বহিষ্কার ঘোষণা করেন। সেই সাথে ৯ জন আমিন ও ৪ টি লাইভারকে ও বহিষ্কার করেন সরাসরি লাইভে। সেই থেকে ১৬ টি টিমের খেলোয়ার এবং জনতা বিপ্লবী হয়ে ওঠে।এগুলি দেখে স্থানীয় সুশীল সমাজের বিজ্ঞ কয়েকজন ব্যক্তিরা উভয় পক্ষের সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে বিষয়টি মীমাংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবি মো, সহিদ মিয়া, অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাসেম, জমির উদ্দিন, আজির উদ্দিন, ফারুক মিয়া, আল্লাদ মিয়া,সাইদুল আমিন, বাতিন মিয়া, সাদক আলী, তহুর মিয়া, মধু মিয়া, কামাল উদ্দিন,অধ্যাপক ফজলুল হক দোলন, আবুল কাশেম, বশীর মিয়া, আলিনুর,মতিউর রহমান,নুরে আলম, আজাদ মিয়া, আলি আহমদ, জাহাঙ্গীর, জাহিদ হুসেন, খালেদ মিয়া, শতাধিক টিম লিডার ও সাবেক কুস্তিগিরগণ প্রমুখ।

278 Views

আরও পড়ুন

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ

চাকসুতে অংশগ্রহণ করবে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চাকসু হল সংসদে পূর্ণ প্যানেল দিলো ছাত্রীসংস্থা

টেকনাফে২লাখ টাকার মুক্তিপণ দাবি,অপহৃত কিশোর উদ্ধার

র‍্যাব১৫-বিজিবির যৌথ অভিযানে টেকনাফে ৪০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক মিয়ানমার নাগরিক আটক

পাহাড় বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে মুফিজ, নিরব বন কর্মকর্তা।

টেকনাফে ১ লক্ষ ৭০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (CAB) ফার্মগেট ইউনিটের নতুন কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠিত

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চকরিয়ায় জমি পরিমাপের আবেদন প্রভাবশালীদের বাধায় আটকা, শিক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনা

খাসিয়ামারা নদীর নাব‍্যতা রক্ষায় এবং মানুষের জীবনমানের উন্নয়নে সকলের সহযোগিতা চাই-ইজারাদার ‎

খুরুশকুলের আলোচিত মাদক কারবারি মোস্তাক ১৬ হাজার ইয়াবা সহ বিজিবি’র হাতে আটক