এম আই সৌরভ, মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মাঠে ৩ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয় তার মধ্য জাতীয় খেলা কাবাডি অনুষ্ঠিত হয় বিশেষ উত্তেজনা। কাবাডি খেলায় বিজয়ে ছিনিয়ে আনে খৈয়ার ভাঙ্গা উচ্চ বিদ্যালয়।
সমাপনী দিনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্জয় কুমার পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।
কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয় খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়। বিজয় উদযাপনকে ঘিরে বিদ্যালয়ে আনন্দ ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের গণিত শিক্ষক কামরুল ইসলাম বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরি। আমাদের স্কুলের খেলোয়াড় ও শারীরিকচর্চা শিক্ষক খুবই দক্ষ। তাই আমরা প্রায় প্রতিবছরই চ্যাম্পিয়ন হই।”
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব বলেন, “যেখানে মাঠ, সেখানে খেলা।”