নিউজ ডেস্ক :
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে নাটকীয় মোড় এনে দিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সরকারি হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নিজের পুরো প্যানেলসহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সকালেই বিসিবিতে এসে নিজের প্রার্থিতা তুলে নেন এই তারকা ক্রিকেটার।
আজ সকাল সোয়া দশটার দিকে তামিম ইকবাল তার প্যানেলের সদস্য রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামানসহ অন্যদের নিয়ে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন এবং রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে পরিচালক পদে লড়ছিলেন তামিম।
সংবাদমাধ্যমকে তামিম জানান, বেশ কিছু ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়া এবং পুরো নির্বাচন প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের কারণে তিনি ও তার প্যানেল অসন্তুষ্ট। এই কারণেই তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
এই নাটকীয় সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে মঙ্গলবারের হাইকোর্টের একটি আদেশকে। সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের করা এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত তৃতীয় বিভাগ থেকে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত করেন। এই আদেশের পর থেকেই তামিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন জোরালো হয়।
কাউন্সিলর হওয়ার পর থেকেই তামিম বিসিবির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে আসছিলেন এবং নির্বাচনে জয়ী হলে সভাপতি হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। আজ দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ৬ অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।