ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

২০ বছরেও এমপিওভুক্ত হয়নি নবাবগঞ্জের রঘুনাথপুর মহাবিদ্যালয়

প্রতিবেদক
নিউজ এডিটর
৯ নভেম্বর ২০১৯, ৪:০৮ অপরাহ্ণ

Link Copied!

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে অবস্থিত রঘুনাথপুর মহাবিদ্যালয়। সরকারের ৩ কোটি টাকা বরাদ্দে আইসিটি সহ ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হলেও শর্ত সাপেক্ষে এমপিওভূক্তির সম্ভাবনা থাকলেও ২০১০ সাল থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করা হয়নি। বারবার এমপিওভুক্তির তালিকা থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মনে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান জানান, ১৯৯৯ সালে এই রঘুনাথপুর মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে পাঠদানের অনুমতি এবং ২০০৪ সালে এটি স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এলাকায় অবস্থিত হওয়ায় এই সম্প্রদায়ের ৪১ জন সহ ২০৯ জন শিক্ষার্থী বর্তমানে অধ্যায়নরত রয়েছে।
এছাড়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফলাফলের গড় অনুপাতের হার প্রতি বছরে ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ ৪০ জন এবং পাশের হার প্রায় ৬৪ শতাংশ। উপজেলার ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে সবদিক বিবেচনায় বর্তমানে সেরা অবস্থানে থেকেও কর্তৃপক্ষের অবহেলায় এমপিওভুক্তির তালিকায় ঠাঁই পাচ্ছেনা অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি। অন্যদিকে প্রতিষ্ঠার ২০ বছর অতিবাহিত হলেও ওই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। কবে এমপিওভুক্তি হবে এই নিয়েও দুশ্চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন তারা।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন জানান, রঘুনাথপুর মহাবিদ্যালয়টি এমপিওভুক্তির সকল শর্ত পূরণ করা হলেও কি কারণে তা হচ্ছেনা এটি সত্যি রহস্যজনক এবং দুঃখজনক। প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরপেক্ষভাবে একটি তদন্ত টিম সরেজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির দাবি জানান তিনি।
অধ্যক্ষ মাহবুবুর রহমান আরো জানান, ২০১৬ সালে চিকিৎসার অর্থের অভাবে পাকস্থলি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সমাজকর্ম বিষয়ের প্রভাষক হাবিবুর রহমান মৃত্যুবরণ করেন। বর্তমানে তার পরিবারটি অভিভাবকহীনতায় অনাহারে অর্ধাহারে দিন পার করছেন। সুতরাং, সবদিক বিবেচনা করে সরকারের পরবর্তী গৃহীত এমপিওভুক্তি করনের তালিকায় এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার সাধারণ জনগণ।

280 Views

আরও পড়ুন

মিসরে ৫ বাংলাদেশী শিক্ষার্থীর অনন্য অর্জন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী