ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় লোহাগাড়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ণ

Link Copied!

সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ। তাঁরা মঙ্গলবার সকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে এ ক্ষোভ জানান।

সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক, সাংবাদিক তাজ উদ্দিনসহ কর্মরত সাংবাদিকরা।

এ সময় বক্তারা বলেন, ওমর ফারুক মাসুমকে হত্যাচেষ্টা মামলার ৪দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। অথচ, হত্যাচেষ্টার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। মামলার সব আসামি বিগত স্বৈরাচার সরকারের লালিত সন্ত্রাসী। তাই তাদের কাছ থেকে বিশেষ অর্থের সুবিধা পেয়ে পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
সাংবাদিক নেতারা বলে, অবিলম্বে সন্ত্রাসী হাবিব বাহিনীর সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়, তাহলে আমরা সাংবাদিক সমাজ থানা কম্পাউন্ডে গিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করব।
এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, অভিযুক্ত আসামীদের বাড়িতে পুলিশি রেড দেওয়া হয়েছে। অভিযান চলছে, দ্রুত সময়ে সকল আসামীদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্যঃ গত ১৯ ডিসেম্বর দুপুরে কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে এক বিচার প্রার্থীকে মারধর করার প্রতিবাদ করায় সাংবাদিক ওমর ফারুক মাসুম ও ছাত্র প্রতিনিধি এইচআর শহীদের ওপর সশস্ত্র হামলা করে ইউপি মেম্বার হাবিবের নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী বাহিনী। এ সময় হামলাকারীরা মাসুমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে প্রাণনাশের চেষ্টা চালায় তারা। এরপর তাকে রাস্তার ওপর ফেলে রেখে যায় ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। একইসাথে তার কাছ থেকে তার এ্যাপল ওয়াচ ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

আরও পড়ুন

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

আমতলী ইসলামিয়া মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি ড. মিজান ও বিদ্যুৎসাহী প্রতিনিধি মা: লুৎফর রহমান

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের শেষ কর্মদিবস— বিদায় জানালেন আবেগঘন বার্তায়

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে জবাই করে হত্যা

ঢাকা কলেজের শিক্ষক এ.কে.এম রফিকুল আলমের বক্তব্য ভাইরাল ‘সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়েই কাউন্টার মব করতে হবে’

ঢাবি ভর্তিচ্ছুদের সহযোগিতায় চবিতে ছাত্রশিবিরের হেল্পডেক্স