বার্তা পরিবেশকঃ
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের যুব শাখা লিও ক্লাব অব চিটাগং ক্যামব্রিয়ানের নতুন কমিটি ২০২০-২০২১ সেবাবর্ষের কার্যক্রম শুরু করেছে।
লিও মরিয়ম আক্তার নুপুরকে সভাপতি, লিও তানভিরুল ইসলামকে ১ম সহ সভাপতি, লিও জান্নাতুন নাঈম জেরিনকে ২য় সহ সভাপতি, লিও মনির হোসেনকে সচিব, লিও সাইফুদ্দিন খালেদ মিনহাজকে ১ম জয়েন্ট সেক্রেটারি, লিও আরমান মাহমুদকে ২য় জয়েন্ট সেক্রেটারি, লিও নায়েবুল ইসলাম তুষারকে ট্রেজারার, লিও সাঈদী আকবর ফয়সালকে জয়েন্ট ট্রেজারার, লিও জেসমিন আক্তার জেসিয়াকে সিস্টার কোঅর্ডিনেটর ও লিও ইরানুল ইসলামকে মেম্বারশিপ গ্রোথ চেয়ারম্যান করা হয়েছে।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের স্পন্সরকৃত এই ক্লাব বর্তমানে কক্সবাজার জেলায় লায়নিজমের প্রসারে ও মানবতার সেবায় কার্যক্রম পরিচালনা করবে।